বিনোদন ডেস্ক : শুধু ভারত নয়, গোটা বিশ্বই জানতে চাইছে, চলতি হ্যায় কেয়া ন সে বারা। হ্যাঁ, এতটাই জনপ্রিয়তা পেয়েছে বরুণ ধবনের জুড়ুয়া টু। ফিল্ম বিশেষজ্ঞদের অবাক করে দিয়ে এখনও পর্যন্ত আন্তর্জাতিক বক্স অফিসে ১৯৭.৭৩ কোটি টাকা কামিয়েছে এই ছবি, অল্পদিনের মধ্যে ২০০ কোটি পেরিয়ে যাবে।
ঘরোয়া বাজারেও জুড়ুয়া টু অনায়াসে পেরিয়েছে ১০০ কোটির বাধা, ১২৫.৮৪ কোটির বাজার করে ফেলেছে এখনই।
পাশে রাখুন আসল জুড়ুয়া সলমন খানের শেষ ছবি টিউবলাইটকে। সলমনের ডেডিকেটেড ফ্যানবেস থাকা সত্ত্বেও ছবিটি কায়ক্লেশে ব্যবসা করে সাকুল্যে ১২১.৪৫ কোটি টাকার।-এবিপি আনন্দ
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস