বিনোদন ডেস্ক : এবার 'I am Modi'ক্যাম্পেনে মোদির সমর্থনে মুখ খুললেন খোদ পতৌদি পরিবারের উত্তরসূরি ও সাইফ আলি খান-অমৃতা সিংয়ের কন্যা সারা আলি খান। এসময় তিনি বাংলাদেশী ও রোহিঙ্গাদের বিপক্ষেও মুখ খোলেন। খবর জিনিউজের।
সারা নিজের টুইটার হ্যান্ডেলে #IAmModi ও #VoteForChange-এ লিখেছেন ''প্রধানমন্ত্রীকে অবমাননার মানে ১২৫ কোটি দেশবাসীর অবমামনা। আপনি যতই অবমাননা করবেন তিনি ততই শক্তিশালী হবেন।''
একথা লেখার পাশাপাশি যারা মোদিকে সমর্থন করেন তাদেরকে রিটুইট করতেও বলেন সারা। তাতে অবশ্য সবাই সারাকে সমর্থন জানিয়েছেন তেমনটা নয়। সেখানে কেউ সারার মতামতের পক্ষে, আবার কেউ বিপক্ষে টুইট করেছেন।
প্রসঙ্গত, দু'দিন আগেই মোদীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বসেছিলেন কর্ণাটকের মন্ত্রী আর রোশন বেগ। আর পরই মোদির সমর্থনে ক্যাম্পেন #IAmModi ও #VoteForChange এ ক্যাম্পেন শুরু করেন নেটিজেনরা। এবার সেই ক্যাম্পেনেই সামিল হলেন পতৌদি পরিবারের সদস্যা, বলিউডের নবাগতা অভিনেত্রী সারা আলি খান।
পাশাপাশি ভারতে অনুপ্রবেশ রোখার পক্ষেও সওয়াল করে টুইট করেন সারা। তার কথায় 'দিওয়ালিতে শব্দবাজি বন্ধের পরিবর্তে বাংলাদেশী ও রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধ করুন।' তার এই টুইটের সপক্ষেও মতামত জানিয়ে রিটুইট করতে বলেন।
এমটিনিউজ/এসএস