মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭, ০৮:৩২:৫৪

সমুদ্র বিলাসে সানি লিওনের সাথে ঘনিষ্ঠভাবে সালমানে ভাই আরবাজ খান!

সমুদ্র বিলাসে সানি লিওনের সাথে ঘনিষ্ঠভাবে সালমানে ভাই আরবাজ খান!

বিনোদন ডেস্ক : আরবাজ খানের সঙ্গে সানি লিওন। তাও আবার রোম্যান্সের মুডে। যা দেখে বি টাউনের একাংশের চোখ ছানাবড়া হয়ে গিয়েছে। অবাক লাগছে শুনতে? তাহলে ঘটনাটা খুলে বলা যাক।

সানি লিওন এবং আরবাজ খানকে একসঙ্গে দেখা যাচ্ছে ‘তেরা ইন্তেজার’ সিনেমায়। যেখানে দু’জনকে অনস্ক্রিনে বেশ ঘনিষ্ঠভাবেই দেখা যাচ্ছে। পরিচালক রাজীব ওয়ালিয়ার ওই সিনেমা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে।

সম্প্রতি সানি লিওন এবং আরবাজ খানের ওই সিনেমার টিজার ভাইরাল হয়েছে। আর পাঁচটি সিনেমার মত এখানেও সানিকে বোল্ড লুকে দেখা যাচ্ছে। কিন্তু, সানির সঙ্গে আরবাজের ওই রসায়ন ফিল্ম ক্রিটিকদের অনেকেরই কাছে অপ্রত্যাশিত ছিল বলেই শোনা যাচ্ছে।

তেরা ইন্তেজার সিনেমা মুক্তির আগে সম্প্রতি মার্কিন মুলুকে পাড়ি দেন সানি লিওন। সেখানে স্বামী ড্যানিয়েল ওয়েবার এবং মেয়ে নিশার সঙ্গে ছুটি কাটাতে দেখা যায় সানিকে।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে