বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭, ০৭:০৫:৩৮

তাজ্জব ব্যাপার, ছবি রিলিজের আগেই বলিউডের নামী-দামি নায়িকাদের ছাপিয়ে গেলেন বাণী কাপুর

তাজ্জব ব্যাপার, ছবি রিলিজের আগেই বলিউডের নামী-দামি নায়িকাদের ছাপিয়ে গেলেন বাণী কাপুর

বিনোদন ডেস্ক: শুদ্ধ দেশি রোমান্স ছবিতে তিনি অভিনয় করেছিলেন। তাজ্জব ব্যাপার, ছবি রিলিজের আগে থেকেই বলিউডের নামী-দামি তারকারা বলতে শুরু করেছিলেন যে, বাণী কাপুর নাকি দুর্দান্ত! এমনটা নবাগতার ক্ষেত্রে সচরাচর ঘটে না। অনেকগুলো ছবির পর হয়ত বা কেউ কেউ বলতে শুরু করেন। নামী-দামি নায়িকাদের ছাপিয়ে গেলেন বাণী কাপুর।

বাণী কাপুর কিন্তু শুরু থেকেই প্রচারের সিংহভাগ আদায় করে নিয়েছেন। ‘বেফিকরে’ ছবিতেও প্রচারের কমতি ছিল না তাঁকে ঘিরে, ছবির ভাগ্য যা-ই হোক। কিন্তু প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক, এর নেপথ্যের কারণটা কী?

উত্তরও আছে। স্রেফ ভাগ্য বলে উড়িয়ে দেওয়া যাবে না। বাণী কাপুরের মতো নাচতে বলিউডে কোনও নায়িকাই পারেন না! বাড়িয়ে বলা নয়, আপনারা সদ্য মুক্তিপ্রাপ্ত এই ভিডিওটা দেখেই বুঝতে পারবেন, কেন তিনি অন্য নায়িকাদের চেয়ে আলাদা।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/ এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে