বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭, ০৯:২৯:০৫

এভ্রিলের হাত ধরে আলোচনায় বিজয় নিশান

এভ্রিলের হাত ধরে আলোচনায় বিজয় নিশান

বিনোদন ডেস্ক : উড়ছে বিজয় নিশান। না! যুদ্ধ জয়ের পর বিজয় পতাকা উড়ানোর কোন গল্প নয়। বলছি আলোচিত-সমালোচিত মিস ওয়ার্ল্ড বাংলাদেশের খেতাব হারানো জান্নাতুল নাঈম এভ্রিলের হাত ধরে মিডিয়াতে পা রাখা যুবক বিজয় নিশানের গল্প। নাঈমের সঙ্গে কাজ করার কারণের তাকেও বিভিন্ন সমালোচনার মুখে পড়ছে হয়েছে। সামলাতে হয়েছে বিভিন্ন বিতর্ক।

তবে সব কিছুকে পেছনে ফেলে নতুন উদ্যমে কাজ শুরু করেছেন বিজয় নিশান। রিয়েল স্টেট ব্যবসায়ী বাবার দুই সন্তানের মধ্য বড় ও একমাত্র পুত্র সন্তান নিশান। ব্যবসায়ী বাবার সন্তান হলেও বিবিএ পড়ুয়া নিশান চান মিডিয়াতে কাজ করতে। এরই মধ্যে তিনি ৩ মিউজিক ভিডিও এবং শর্ট ফিল্মে কাজ করেছেন নিশান।

মিডিয়াতে কাজ কারার জন্য পরিবার থেকে বাবার তেমন সাপোর্ট না থাকলেও মা ও তার মামা নিয়মিত উৎসাহ যুগিয়ে যাচ্ছেন তাকে।

সাব্বির সামি মুহিতের এক প্রশ্নের জবাবে নিশান জানান, তার করা কাজগুলোর মধ্যে সবচেয়ে বেশী সাড়া পড়েছে এভ্রিলের সঙ্গে করা 'প্রেমের আগুন' শিরোনামের মিউজিক ভিডিওটিতে। 'রিলিজের ১ মাসের মধ্যে মিউজিক ভিডিওটি ২ লাখের বেশী ভিউ হয়েছে'. যোগ করেন নিশান।

নিশান জানান, বেশকিছু নতুন কাজ দর্শকদের দ্রুতই উপহার দেবেন তিনি।

পড়ালেখা, অভিনয় ছাড়াও বাইকের প্রতি দুর্দান্ত আগ্রহ আছে তার। বন্ধুদের সঙ্গে নিয়ে গঠন করেছেন একটি বাইকার গ্রুপ। অনেক মেয়ে বাইকারও রয়েছে তার গ্রুপে, বলে জানান তিনি। দূরত্ব গতিতে বাইক চালিয়ে জীবনকে আরো গতিময় করে তুলতে চান সদ্য ২০ পেরুনো এই যুবক।-সময়নিউজ
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে