বিনোদন ডেস্ক: এমনিতেই একাধিকবার বিতর্কে জড়িয়েছে রিয়ালিটি শো বিগ বস। সেখানে আরশি খান থাকলে তো কথাই নেই। বিতর্ক থাকবেই থাকবে। হলোও তাই। এক বান্ধবীর সঙ্গে ভিডিও পোস্ট করে শিরোনামে চলে এলেন এই প্রতিযোগী। ভিডিওটিতে শালীনতার মাত্রা ছাড়িয়েছেন আরশি, বলছেন অনেকে। এখন সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।
আরশির কথাবার্তা বা আচার-আচরণ পছন্দ করেন না তাঁর রুমমেটরা। এনিয়ে সালমান আরশিকে সতর্কবার্তাও দিয়েছেন। তবে শোনার পাত্রী নন আরশি। এই ভিডিওটি ফের তাই প্রমাণ করল।
পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদির সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলেন, দাবি করে খবরের শিরোনামে চলে এসেছিলেন আরশি। দুজনের মধ্যে নাকি সম্পর্ক ছিল। গোপনে প্রেম করতেন। তবে এই খবরকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিলেন শাহিদ। যে কোনও উপায়ে লাইমলাইটে থাকতে ভালোবাসেন আরশি। সেকারণে এসব পোস্ট করছেন, ভিডিওটি দেখার পর বলছেন কেউ কেউ।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/ এএস