শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭, ০৯:১৬:২৯

মার বয়সী জিনাতের সঙ্গে ‘শুতে’ চেয়েছিলেন অভিষেক বচ্চন!

মার বয়সী জিনাতের সঙ্গে ‘শুতে’ চেয়েছিলেন অভিষেক বচ্চন!

বিনোদন ডেস্ক : জিনাত আমান নামটা শুনলেই আজও শিহরণ জাগে অনেক বলিউডপ্রেমীর শরীরেই। একটা সময়ের বলিউড ‘বম্ব শেল’ বলেই তাকে ডাকা হত।

আর সেই হটি জিনাত আমানের সঙ্গে নাকি শুতে চেয়েছিলেন অমিতাভ-জয়া বচ্চনের ছেলে অভিষেক বচ্চন! অমিতাভ বচ্চনের সঙ্গে একাধিক ছবিতে নায়িকা হয়েছেন জিনত আমান।

আজও ‘গ্রেট গ্যাম্বলার’ ছবিতে অমিতাভ-জিনাত-এর কেমিস্ট্রি সকলকে নস্টালজিক করে তোলে। জিনাত আমান অমিতাভের থেকে বয়সে ছোট হলেও বর্তনানে জিনাতের বয়সও ৬০ পেরিয়েছে।

তবে, কেরিয়ারের মধ্যগগণে থাকা মা বয়সী জিনাত আমানের সঙ্গে ‘শুতে’ চেয়েছিলেন অভিষেক বচ্চন। অভিষেকেরও বয়স তখন অল্প। অমিতাভ-জয়ার ছেলে বলেই অভিষেকের আলাদা জায়গা ছিল জিনাত আমানের মনে। কিন্তু তার ফায়দা এভাবে তুলতে চেয়েছিলেন অভিষেক!

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে অভিষেক বচ্চন নিজেই এই ঘটনা খোলসা করেন। শৈশবে বাবা অমিতাভের সঙ্গে হিমাচলে গিয়েছিলেন অভিষেক। সেখানে অমিতাভের ছবির শ্যুটিং চলছিল। ছবির নায়িকা ছিলেন জিনাত আমান।

একদিন রাতে হোটেলে ডিনার সেরে রুমে ফিরছিলেন ছোট্ট অভিষেক এবং জিনাত। কৌতূহলবশত অভিষেক জানতে চান, জিনাত কোন রুমে কার সঙ্গে শোবেন? জিনাত নাকি জানিয়েছিলেন, তিনি একাই শোন। এই শুনে নাকি অভিষেক তার সঙ্গে শোয়ার জন্য জেদ শুরু করেন।

জিনাত বলেন ‘আর একটু বড় হও, তারপর আমার সঙ্গে শুয়ো’। আজও এই ঘটনার কথা খেয়াল পড়লে নাকি অভিষেক লজ্জায় লাল হয়ে যান। সাক্ষাৎকারে এমনটাই তিনি বলেছেন।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে