লেননের গিটার বিক্রি হলো ২৪ লাখ ডলারে
বিনোদন ডেস্ক : বিটলস ব্যান্ডের তারকা বিখ্যাত সংগীত শিল্পী জন লেননের ৫০ বছর পুরনো একটি গিটার বিক্রি হয়েছে ২৪ লাখ ডলারে। যারা বাংলাদেশি মূল প্রায় ২০ কোটি টাকা! ১৯৬৩ সালের ডিসেম্বরে বিটসের একটি শো চলাকালীন সময়ে হারিয়ে গিয়েছিল এই গিটারটি। নিলামকারী প্রতিষ্ঠান জুলিয়েন্স অকশনের জানিয়েছে, লেননের হারিয়ে যাওয়া গিটারটি এতদিন জন ম্যাকাউ নামের এক ব্যক্তির কাছে ছিল। ষাটের দশকের শেষের দিকে ম্যাকাউ যখন যুবক ছিলেন তখন সেই গিটারটি কিনেছিলেন। কিন্তু তিনি জানতেন না গিটারটি বিটলসের এবং সেটি চুরি হয়েছিল।
জুলিয়েন্স অকশনের এ চমকপ্রদ নিলামে রেকর্ড গড়েছে এলভিস প্রিসলির চব্বিশ ক্যারেটের গোল্ড লিফ পিয়ানো। এটি বিক্রি হয়েছে ছয় লাখ মার্কিন ডলারে। প্রিসলির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ পিয়ানোটি তিনি তার মিউজিক রুমে বাজাতেন। মূল পিয়ানোটি কাঠের তৈরি হলেও প্রিসলির স্ত্রী তাদের বিয়ের প্রথম বার্ষিকীতে তা চব্বিশ ক্যারেটের সোনার প্রলেপ দিয়ে উপহার দেন। এছাড়া নিলামের উল্লেখযোগ্য জিনিসের মধ্যে ছিল কার্ট কোবেইনের কার্ডিগেন, মাইকেল জ্যাকসনের জ্যাকেট যেটি তিনি এলিজাবেথ টেইলরের বিয়েতে পরেছিলেন, ফ্রেডি মার্কারি তার ‘দ্য ইনভিজিবল ম্যান’ মিউজিক ভিডিওতে যে সানগ্লাস পরেছিলেন সেটি, ‘এভিটা’ ভিডিওতে ম্যাডোনার পরিহিত স্কার্ট সহ ‘রক অ্যান্ড রোল’ গানের সঙ্গে জড়িত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ জিনিস।
৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ
�