গল্পের অভাবে মৌসুমীর ঘোষণা স্থগিত
বিনোদন ডেস্ক : প্রিয়দর্শনী অভিনেত্রী মৌসুমী মেয়ের জন্মদিনে নতুর ছবির ঘোষণা দিবেন বলে জানিয়েছিলেন। তবে এখনো সে ঘোষণা দেয়া হয়নি গল্প চুড়ান্ত না হওয়ায়।
এদিকে প্রাণ গ্রুপের একটি পণ্যের প্রচারণায় বৃহস্পতিবার তিনি ছিলেন চট্টগ্রামে। সেখান থেকে মৌসুমী জানিয়েছেন, ‘আমরা ধারণা করেছিলাম, অক্টোবর মাসেই ছবির গল্প চূড়ান্ত করতে পারব। কিন্তু সবাই অন্য কাজ নিয়ে এত বেশি ব্যস্ত ছিল যে তা আর সম্ভব হয়নি। তবে আমরা অনেকগুলো গল্প পড়েছি। শিগগির এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব।’
স্বামী ওমর সানি ও এক ছেলে ফারদীন এবং মেয়ে ফাইজাকে নিয়ে চিত্রনায়িকা মৌসুমীর সংসার। ২৯ অক্টোবর ছিল মৌসুমীর মেয়ে ফাইজার জন্মদিন। এই জন্মদিনেই প্রযোজক হিসেবে নতুন ছবির মহরত ঘোষণা করার কথা ছিল। জন্মদিনে মেয়ে ফাইজাকে চমক দিতে এমন আয়োজনের কথা ভেবেছিলেন তিনি।
‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরু মৌসুমীর। ২৩ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে তিনি অসংখ্য ছবিতে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি এক সময় ছবি প্রযোজনার কথা ভাবেন মৌসুমী।
১৯৯৭ সালে ‘কপোতাক্ষ চলচ্চিত্র’ নামের প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেন। এই প্রতিষ্ঠান থেকে নির্মিত প্রথম ছবি ‘গরীবের রানী’ পরিচালনা করেন মনোয়ার খোকন। এর পর একটু বিরতি নিয়ে এই প্রতিষ্ঠান থেকে তৈরি হয় মুশফিকুর রহমান গুলজারের ‘সুখের ঘরে দুখের আগুন’ ও মনতাজুর রহমান আকবরের ‘আমার বউ’ ছবি দুটি। তারপর ‘কপোতাক্ষ চলচ্চিত্র থেকে আর কোনো ছবি নির্মিত হয়নি।
৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�