অভিনেতা-অভিনেত্রীসহ আহত ১০
বিনোদন ডেস্ক : সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিতব্য 'বিশ্বম্ভর বাবুর দায়' ছবির শুটিংয়ের জন্য রোববার সকালে পুরো ইউনিট নিয়ে কালিয়াকৈর যাচ্ছিলেন বিশিষ্ট নির্মাতা আবু সাইয়ীদ। শুটিং ইউনিটের দুটি মাইক্রোবাসের একটিতে ছিলেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। অন্যটিতে ছিলেন এ ছবির কলাকুশলীরা।
শুটিং দলটি ঢাকা থেকে কালিয়াকৈর যাওয়ার পথে আশুলিয়ায় এক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। এতে ছবির ১০ জন কলাকুশলী আহত হয়েছেন।
আবু সাইয়ীদ জানান, আহতদের উত্তরার বেসরকারি ইস্ট ওয়েস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে তিনজনকে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।
মুঠোফোনে ঘটনার বর্ণনায় আবু সাইয়ীদ বলেন, 'কালিয়াকৈর এলাকায় আমাদের শুটিং ছিল। মিরপুর বেড়িবাঁধ দিয়ে আমাদের বহনকারী মাইক্রোবাস দুটি কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে যাচ্ছিল। আশুলিয়া রাস্তার মাথায় খেয়া পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো জি ১৪-০২৩৪) আমাদেরকে অতিক্রম করতে গিয়ে চাপা দেয়। এতে গাড়িটির একপাশ বেশ ক্ষতিগ্রস্ত হয় এবং এর ভেতরে থাকা যাত্রীরা মারাত্মকভাবে আহত হন।'
ঘটনার পরপরই পাশেই দায়িত্বে থাকা পুলিশের সহযোগিতা চেয়ে না পাওয়ার কারণে বেশ ক্ষুব্ধ হয়েছেন আবু সাইয়ীদ। তিনি বলেন, 'যেখানে দুর্ঘটনা ঘটে তার পাশেই পুলিশের একটি দল দায়িত্ব পালন করছিল। তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাইনি। তারা উল্টো গাড়ির মালিকের সঙ্গে আমাদের সমঝোতার প্রস্তাব দেন।'
আবু সাইয়ীদ জানান, তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন। 'বিশ্বম্ভর বাবুর দায়' ছবির শুটিংয়ে অংশ নিতে এর পেছনের গাড়িতে ছিলেন আবুল হায়াত, লীনা ফেরদৌসি, আবু সাইয়ীদ প্রমুখ।
৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�