আমেরিকার মিউজিয়ামে স্থান পেল ভারতীয় সিনেমা
বিনোদন ডেস্ক : এক বছর ক্যালিফোর্নিয়ার একটি মাল্টিপ্লেক্স সিনেমাহলের আঁস্তাকুড়ে পড়ে থাকার পর অবশেষে ভারতীয় সিনেমার ঠিকানা হল আমেরিকার জর্জ ইস্টম্যান মিউজিয়াম। ৫৫৭টি ছবির ৭৭৫টি প্রিন্ট নিয়ে এখন এটাই ভারতীয় হিন্দি সিনেমার প্রিন্ট কালেকশনের সবথেকে বড় মিউজিয়াম।
১৯৯৯ থেকে ২০১৩ সালের প্রায় সব সিনেমারই প্রিন্ট এখানে রয়েছে। প্রতিটি প্রিন্টের ফরম্যাট ৩৫ এমএম। বাণিজ্যিক কারণে প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাওয়ার পর সেগুলি পড়েছিল মাল্টিপ্লেক্সের ভিতরেই।
২০১৫-তে এগুলি উদ্ধার করে হাং এম হেফনার সংস্থা। আর তারপরই এগুলি জায়গা পায় আমেরিকার জর্জ ইস্টম্যান মিউজিয়ামে।
৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�