বিনোদন ডেস্ক : বলিউড ভাইজান সালমান খান। যিনি তার নামেই হিট এন্ড ফিট। সে অর্থে তার প্রযোজিত ছবি ‘হিরো’ও হিট হওয়ার কথা। কিন্তু তা হয় নি!
চলতি মাসের ১১ সেপ্টেম্বরে ভারতে মুক্তি পেয়েছে নবাগত সুরজ পাঞ্চলি এবং আথিয়া শেঠি অভিনীত ‘হিরো’। ছবিটি ১১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। ব্যবসায়িক সফলতা তো দূরের কথা, দর্শক মহলেও সাড়া ফেলতে পারেনি।
কিন্তু সালমানের ছবিতো এমন হওয়ার কথা নয়। তাহলে এই দুদর্শার কারণ কি! অনেকেই এর পিছনে পাঁচটি কারণকে চিহ্ণিত করেছেন। কারণগুলো হচ্ছে
দ্বিগুন প্রত্যাশাঃ সুরজ এবং আথিয়া দুজনের জন্যই ‘হিরো’ প্রথম ছবি। দুজনেই তারকা সন্তান এবং মিডিয়ায় আসার আগে থেকেই দুজনের প্রেমের গুঞ্জন চলছিল। তাই পর্দায় তাদের কাছ থেকে প্রত্যাশিত ফলাফল না পেয়ে হতাশ হয়েছে দর্শক।
সালমানের মিথ্যে প্রতিশ্রুতিঃ প্রতিশ্রুতি অনুযায়ী, সালমানকে অতিথি চরিত্রে অথবা গানের দৃশ্যে দেখা যাবে এমন প্রত্যাশা ছিল সালমান ভক্তদের। কিন্তু সালমানের গাওয়া ‘মে হো হিরো তেরা’ গানটি সেভাবে সিনেমায় প্রদর্শিত হয়নি। অর্থাৎ সালমান ভক্তরা ছবিটি দেখতে গিয়ে একেবারেই হতাশ হয়ে ফিরেছেন।
অসম্পূর্ণ চিত্রনাট্যঃ পরিচালক নিখিল আদভানি সম্ভবত কাহিনীর ক্ষেত্রে দ্বিধান্বিত ছিলেন। তার ছবির কাহিনী কোন দিকে যাচ্ছে, তা নিয়ে সমালোচকদের পাশাপাশি বিভ্রান্ত হয়েছে দর্শকও।
রোমান্সের ঘাটতিঃ ছবিটিতে রোমান্সের ঘাটতি ছিল। কয়েকটি দৃশ্য ছাড়া ছবির বাকি অংশে কোন রোমান্টিক আবেদন ছিল না। সুরজ এবং আথিয়ার মধ্যকার প্রেমের রসায়ন স্পষ্টভাবে প্রকাশ পায়নি। পুরো ছবিতে একটিও চুমুর দৃশ্য ছিল না। প্রেম কাহিনীর ক্ষেত্রে কেবল হাত ধরে থাকা বা মুখোমুখি থাকা দর্শকদের কাছে অবাস্তব মনে হয়েছে।
মজার সংলাপঃ কৌতুকপূর্ণ সংলাপের জন্যই সালমান খানের ছবিগুলো বেশি জনপ্রিয়। কাজেই তার প্রযোজিত ছবিতে মজার মজার সংলাপ থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু উপভোগ করার মতো কোন সংলাপ ছিল না ‘হিরো’ ছবিতে।
১৭ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন