সোমবার, ০৯ নভেম্বর, ২০১৫, ০৫:১০:১৬

বক্স অফিসে দাদার সাথে নাতি রণবীরের লড়াই

বক্স অফিসে দাদার সাথে নাতি রণবীরের লড়াই

বিনোদন ডেস্ক : বাইরে নয়, লড়াই এবার ঘরের মধ্যেই। এই দীপাবলিতে মুখোমুখি হচ্ছে দুই কাপুর। বক্স-অফিস দেখবে দাদা ও নাতির সাথে। লড়াইটা তবে দাদা আর নাতির! হিউমার আর চেনা ছক থেকে বেরিরে অজানা-অচেনা এক প্রেমকথার ‘তামাশা’ নিয়ে হাজির হচ্ছে ছোটা কাপুর রণবীর সিং। অন্যদিকে দেশজুড়ে যে অসহিষ্ণুকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এমত অবস্থায় শান্তির বার্তা ‘নানক নাম জায়েজ হে’ নিয়ে আরও একবার পর্দায় ফিরছেন বড় কাপুর গ্রেট পৃথ্বীরাজ কাপুর। পাঞ্জাবী ভাষায় দুমলাটে বন্দি জয়প্রিয় নাটক ‘নানক নাম জায়েজ হে’ সেলুলয়েডে ফুটিয়ে তোলেন পরিচালক রাম মহেশ্বরী। ১৯৬৯ মুক্তি প্রাপ্ত এই ছবিটি বিষয় ছিল শিখ দাঙ্গা। পরিচালক রাহুল মিত্রা জানিয়েছেন , ‘গুরু নানকের ৫০০ তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই ‘নানক নাম জায়েজ হে’ ছবিটি পুনরায় রিলিজ করা হয়েছিল। কিন্তু এখন দেশের যা পরিস্থিতি এই সময় শান্তির আবহাওয়া তৈরি করতে এই ছবিটি আরও একবার মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে ‘ইয়ে যওয়ানি হ্যায় দিওয়ানি’ পর ইমতিয়াজের ‘তামাশা’য় দিয়ে ফিরছে দীপিকা-রণ জুটি। যদিও বলিঅন্দরের খবর, ‘তামাশা’ রণবীর-দীপিকার রিয়েল লাইফ স্টোরি। তবে হিউমার আর চেনা জীবনের ছক থেকে বেরিয়ে যাওয়ার ঘটনা আছে এ কাহিনিতেও৷ এ ছবিতে রণবীর ও দীপিকার নাম যথাক্রমে বেদ ও তারা। ২৭ নভেম্বর মুক্তি পাচ্ছে ইমতিয়াজের বেদ ও তারার কাহিনি। ৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে