বিনোদন ডেস্ক : ২০ অক্টোবর মুক্তি পেয়েছে রোহিত শেঠী পরিচালিত ‘গোলমাল এগেইন’। মুক্তির প্রথম সপ্তাহেই এটি আয় করেছে প্রায় ১৩৬ কোটি রুপি, বলা হচ্ছে এখন পর্যন্ত ২০১৭ সালে বলিউডের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবসাসফল চলচ্চিত্র। ১০০ কোটি রুপির বাজেটে নির্মিত ‘গোলমাল এগেইন’ এর সাফল্য এখনও শেষ হয়নি। দর্শক এখনও প্রেক্ষাগৃহে ছুটে যাচ্ছে গোলমাল দেখতে।
অজয় দেবগন, টাবু, পরিণীতি চোপড়া, আরশাদ ওয়ার্সি, শ্রেয়াস তালপাড়ে, কুনাল খেমুর মতো তারকাদের নিয়ে তৈরি কমেডিনির্ভর ছবি ‘গোলমাল এগেইন’ রোহিত শেঠীর ‘গোলমাল’ সিরিজের চতুর্থ চলচ্চিত্র।
অন্যদিকে মাত্র ১৫ কোটি রুপির বাজেটে নির্মিত আমির খান ও জাইরা ওয়াসিম অভিনীত নবাগত পরিচালক আদভাইত চন্দনের ‘সিক্রেট সুপারস্টার’ প্রথম সপ্তাহ শেষে অ্যায় করেছে ৪১ কোটি রুপি। সংখ্যার ঘরে গোলমাল থেকে পিছিয়ে থাকলেও জাইরা আর আমিরের অসাধারণ অভিনয় দক্ষতায় এই চলচ্চিত্র সবার প্রশংসার দাবিদার। সংগীতশিল্পী হওয়ার স্বপ্নে বিভোর এক কিশোরীর গল্প নিয়ে তৈরি এই চলচ্চিত্রের সাফল্যে দারুণ খুশি আমির।
দেখা যাক, দর্শক ও সমালোচকদের বিচারে বছর শেষে কে এগিয়ে থাকেন; অজয় নাকি আমির?
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস