শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭, ০৫:০৭:২৯

যে দুই ইস্যুতে হিন্দুত্ববাদীদের ধুয়ে দিলেন বিদ্যা বালান

যে দুই ইস্যুতে হিন্দুত্ববাদীদের ধুয়ে দিলেন বিদ্যা বালান

বিনোদন ডেস্ক : দুই ইস্যুতে হিন্দুত্ববাদীদের ধুয়ে দিলেন বিদ্যা বালান। সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো ও মার্শাল নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী বিদ্যা বালান।

তার মতে, দেশপ্রেম হৃদয় থেকে আসে, তা জোর করে চাপিয়ে দেওয়া যায় না।  সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানোর কোনও যুক্তি তিনি খুঁজে পান না বলেও জানিয়েছেন এই বলিউড অভিনেত্রী।

বিদ্যার মতে, স্কুলে পঠন পাঠন শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত হয়, কিন্তু সিনেমা হল তো আর স্কুল নয়। ফলে সেখানে জাতীয় সঙ্গীত বাজানোর কোনও যুক্তি হয় না বলেই ব্যক্তিগতভাবে মনে করেন তিনি। এভাবে দেশপ্রেম জোর করে চাপিয়ে দেওয়া যায় না।

বিদ্যা বালন বলেছেন, তিনি দেশকে ভালবাসেন এবং দেশকে রক্ষা করতে যতদুর যাওয়া যায় ততদুর তিনি যাবেন। দেশকে কীভাবে ভালোবাসতে হয়, তা তাকে শিখিয়ে দিতে হবে না। যখনই যেখানে জাতীয় সঙ্গীত বাজে, তিনি উঠে দাঁড়ান বলেও মন্তব্য করেছেন বিদ্যা।

এদিকে তামিল ছবি মার্শাল নিয়েও মুখ খুলেছেন বিদ্যা। তার মতে, মার্শাল একটি কাল্পনিক ছবিমাত্র, এই ছবিকে কোনও রাজনৈতিক দলের বিবৃতি হিসেবে ভাবা উচিত নয়।

সম্প্রতি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-র বোর্ড মেম্বার নিযুক্ত হয়েছেন তিনি। তার মতে, সিবিএফসি ছাড়পত্র দেওয়ার পর ছবি প্রদর্শনে কারও কোনও আপত্তি থাকা উচিত নয়।

এদিকে সিবিএফসি-র বোর্ড সদস্য নিযুক্ত হওয়ায় তিনি পরিবর্তনের সুযোগ দেখতে পেয়েছিলেন। সেইসঙ্গে সিবিএফসি সম্পর্কে ফিল্ম ইন্ডাস্ট্রির চিরাচরিত ধারনা বলে ধরে নিয়ে সিবিএফসিকে সংস্কারী, অ-সংস্কারীর মত কোনও তকমাও তিনি দিতে চান না।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে