বিনোদন ডেস্ক : লেখক তসলিমা নাসরিনের নির্বাসিত জীবন থেকে অনুপ্রাণিত হয়ে ‘নির্বাসিত’ সিনেমা বানিয়েছিলেন পরিচালক চূর্ণী গঙ্গোপাধ্যায়।
ছবিটি ইতোমধ্যে বেশ আলোড়ন তুলেছে। সাড়া জাগিয়েছে কলকাতার দর্শক হৃদয়ে। সেই সূত্র ধরে সিনেমাটি এবারের অস্কারে যাচ্ছে।
বাঘিনী হচ্ছে একটা সাদা বেড়াল, আর তার ‘মা’ এক বিতর্কিত লেখক। সে জন্যই দেশ থেকে তাকে এক প্রকার তাড়িয়েই দেয় সমাজ। এমন গল্পে নির্মিত হয়েছে ‘নির্বাসিত’।
‘বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম ক্যাটাগরি’র নমিনেশনে পাঠানো হয়েছে এই ছবি। পরিচালক হিসাবে প্রথম ছবিতেই আন্তর্জাতিক আঙিনার এই সাফল্যে স্বভাবতই খুশি চূর্ণী।
তিনি বলেন, ‘বাংলা ছবি এমন প্রচার পায় না। আর ভাল ছবি তৈরির ক্ষেত্রে বাজেটও একটা বড় সমস্যা।’
পরিচালনার পাশাপাশি ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী। এই ছবির জন্য ইতিমধ্যেই দুটি জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া যে সিলেকশন কমিটি তৈরি করেছে তাদের কাছে একেবারে শেষ মুহূর্তে এই ছবিটি পাঠিয়েছে টিম ‘নির্বাসিত’।
১৭ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন