শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭, ০৮:৪৬:৩১

হঠাৎ প্রেমিকা রুক্মিনীর দিকে দেবের বন্দুক তাক! কিন্তু কেন?

হঠাৎ প্রেমিকা রুক্মিনীর দিকে দেবের বন্দুক তাক! কিন্তু কেন?

বিনোদন ডেস্ক : হঠাত্‍ প্রেমিকা রুক্মিনীর দিকে বন্দুক তাক করলেন দেব। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবি। তবে কী রুক্মিনীর সঙ্গে মাখো মাখো প্রেম চটকে গেল। চ্যাম্প থেকে ককপিট মাত্র দুটো ফিল্ম করেই এই হাল।

এ সম্পর্কেও কি ইতি টানতে চলেছেন টলিউটের সুপারস্টার দেব? ছবি দেখা মাত্র কানাকানি শুরু হয়ে গিয়েছে। কেউ আমার মনে মনে খুশিই হয়েছেন। রুক্মিনীর জন্য যারা দেবের কাছে ঘেঁসতে পারছিলেন না এবার সান্ত্বনা দেওয়ার আছিলায় হলেও চ্যাম্পের কাছে যেতে পারবেন।

এই সুযোগে যদি মন দেওয়া নেওয়া হয় যায় তাহলে তো কথাই নেই। টলি পাড়া এখন জল্পনায় মশগুল। যদিও এজল্পনা বেশিদূর এগোবে না। যারা আকাশ কুসুম ভাবতে শুরু করেছেন তারা অবশ্য পরেই বুঝতে পারছেন, রুক্মিনীর দিকে বন্দুক তাক করা দেবে ছবিটি আসলে তাদের পরবর্তী ছবি কবিরের।

পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের দেব-রুক্মিনীকে নিয়ে কবির ছবিটি শ্যুটিং শুরুর আগে ওয়ার্কশপ করছেন। সেখানকারই ছবি এটি। প্রেমিকার সঙ্গে রসিকতার মুহূর্তের একটি ক্লিক। যেটি ফেসবুকে শেয়ার করেছেন পরিচালক অনিকেত।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে