বিনোদন ডেস্ক : আপাতত আর সিনেমাতে পাওয়া যাবে না তাকে। ৫ মাস পর আবার ফিরবেন ততদিন অপেক্ষা করতে হবে অঙ্কুশের ফ্যনদের। এখনকার হিরো দের তালিকায় অঙ্কুশ খুবই পরিচিত নাম।
সম্প্রতি দুর্গা পুজায় 'বলো দুজ্ঞা মাই কি' ছবির পর এখন একটা লম্বা বিরতিতে যাচ্ছেন তিনি। ফিরবেন পাঁচ মাস পর। কিন্তু বিরতির সময় কোথায় কাটাবেন?
কলকাতা ছেড়ে তিনি গেলেন মুম্বাইতে। সেখানে নিজেকে গ্রুম করবেন বলে ঠিক করেছেন তিনি। কীভাবে কথা বলবেন, কীভাবে অভিনয় করবেন নানা যাবতীয় জিনিস তিনি শিখবেন মুম্বাইতে।
তারমানে বোঝা যাচ্ছে অঙ্কুশ এখানকার হিরো দের টক্কর দিতে একেবারে অন্য ভূমিকায় হাজির হবেন পাঁচ মাস পর। তবে তার বিরতি ও নতুন রুপটা কেমন হবে? তা অবশ্য বুঝতে হলে কিছুটা সময় অপেক্ষা করতেই হবে ভক্তদের।
এমটিনিউজ/এসএস