রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭, ১২:৪৬:২৯

'শাকিবের নায়িকা হতে চাই’

'শাকিবের নায়িকা হতে চাই’

বিনোদন ডেস্ক : ইলিয়াস কাঞ্চন, মান্না, ওমর সানী, আমিন খান, রিয়াজ, শাকিল খান এমনকি হালের আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত। এবার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করার আগ্রহ প্রকাশ করলেন ‘প্রাক্তন’ অভিনেত্রী।

এফডিসির ৪ নম্বর ফ্লোরে বসে ঋতু বলেন, ‘শাকিব দারুণ অভিনেতা। বিভিন্ন সময়ে আমাদের দেখা হয়েছে, অনেক আড্ডাও দিয়েছি। কিন্তু এখনো একসঙ্গে জুটি বাঁধা হলো না। শাকিব নিজেও রাজি। সময় ও সুযোগ মিললে অবশ্যই আমরা একসঙ্গে পর্দায় হাজির হব।

আশা করছি, আমাদের পর্দা রসায়ন দারুণ জমবে। ’ অভিনেতা আলমগীরের পরিচালনায় ‘একটি সিনেমার গল্প’র শুটিং করতে সম্প্রতি বাংলাদেশে এসেছেন তিনি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে