বিনোদন ডেস্ক : সিনেমা হলে জাতীয় সংগীত বাজার সময় উঠে দাঁড়ানো প্রসঙ্গে নিজের মতামত দিলেন সোনু নিগম। বললেন, সব দেশের জাতীয় সংগীতকে তিনি সম্মান করেন।
পাকিস্তানের জাতীয় সংগীতের সময়ও তিনি উঠে দাঁড়াবেন। গায়কের কথায়, 'যদি পাকিস্তানের জাতীয় সংগীত বাজে আর পাকিস্তানিরা উঠে দাঁড়ায় তাহলে আমিও দাঁড়াব। সেই দেশের ও মানুষের সম্মানের জন্য। '
সিনেমা হলে জাতীয় সংগীত বাজানোর প্রশ্নে নিজের অবস্থান স্পষ্ট করে দেন সোনু। বলেন, কেউ কেউ বলছে সিনেমা হলে জাতীয় সংগীত বাজানো উচিত। আবার অনেকে এর বিপক্ষে মত দিচ্ছে। জাতীয় সংগীত তো খুব স্পর্শকাতর বিষয়। আমার মনে হয় সিনেমা হল বা রেস্তোরাঁর মতো জায়গায় বাজানো উচিত নয়।
কেন সিনেমা হলের মতো পাবলিক প্লেসে জাতীয় সংগীত বাজানো উচিত নয় তার ব্যাখ্যা দেন সোনু।
তাঁর কথায়, আমি আমার বাব-মাকে সম্মান করি। যেখানে সম্মান দেখাতে পারব না সেখানে কেন তাঁদের নিয়ে যাব? একইভাবে জাতীয় সংগীত এমন জায়গায় কখনো বাজানোর পক্ষে আমি নই যেখানে সম্মান পাবে না। তবে যেখানেই আর দেশের জাতীয় সংগীত হোক না কেন, তিনি উঠে দাঁড়াবেন। তা স্পষ্ট করে দিয়েছেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস