রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭, ০৭:০৯:৩৭

এবার ওপেন হার্ট সার্জারি হবে ডিপজলের

এবার ওপেন হার্ট সার্জারি হবে ডিপজলের

বিনোদন ডেস্ক : সেপ্টেম্বর থেকেই গুরুতর অসুস্থতার কারণে খবরের শিরোনামে আছেন অভিনেতা ডিপজল। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সোমবার হবে তার ওপেন হার্ট সার্জারি।

ফেইসবুকে এই তথ্য প্রকাশ করেছেন ডিপজলের কন্যা ওলিজা মনোয়ার। তিনি জানান, ‘সিঙ্গাপুরের হাসপাতালের চিকিৎসকদের সহায়তায় আমার বাবার শরীরের দারুণ উন্নতি ঘটেছে। এক মাস বিশ্রামের পর এখন তিনি প্রস্তুত আগামীকাল (৩০ নভেম্বর, ২০১৭) ওপেন হার্ট সার্জারির মধ্য দিয়ে যেতে। সবাই তার জন্য দোয়া করবেন যাতে অপারেশনটি সফল হয় এবং আল্লাহ তাকে দ্রুত আরোগ্য দেন।’

গত মাসের মাঝামাঝি সময়ে হার্টের সমস্যা নিয়ে তিনি ভর্তি হন ঢাকার একটি হাসপাতালে। কিন্তু পরে এখান থেকে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রেফার করা হয়। সেখানেই তার হার্টে রিং পরানো হয় গত ২০ সেপ্টেম্বর।

এরপর চলতি মাসের ১ অক্টোবর তাকে হাসপাতাল থেকে সাময়িকভাবে রিলিজ দেওয়া হয়েছিলো। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণের আওতায় ছিলেন ডিপজল।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে