সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭, ০৪:২০:৫২

ফের এক সঙ্গে হৃতিক-সুজান

ফের এক সঙ্গে হৃতিক-সুজান

বিনোদন ডেস্ক :   ২০১৪-এর নভেম্বর। বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছিল তাঁদের। কিন্তু তাতে বন্ধুত্বে ছেদ পড়েনি। বিভিন্ন সময় এক সঙ্গে দেখা গিয়েছে প্রাক্তন দম্পতি হৃতিক রোশন ও সুজান খানকে। ফের তাঁরা এক সঙ্গে। এ বার দুই ছেলে রেহান ও রিদানকে নিয়ে সিনেমা দেখতে গেলেন প্রাক্তন দম্পতি।

গত রবিবার রাতে মুম্বইয়ের এক সিনেমা হল থেকে বেরনোর সময় তাঁদের ফ্রেমবন্দি করেন পাপারাত্জিরা। কখনও সন্তানদের নিয়ে বেড়াতে গিয়েছেন। কখনও বা বন্ধুদের নিয়ে পার্টি করেছেন হৃতিক-সুজান। সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন সেই সব মুহূর্তের ছবি।

কঙ্গনা ইস্যুতে হৃতিক যখন কোণঠাসা, তখন প্রকাশ্যেই তাঁর পাশে দাঁড়িয়েছিলেন সুজান। নাম প্রকাশে অনিচ্ছুক বলি ইন্ডাস্ট্রির একটা বড় অংশ তো বলেন, বিবাহিত সম্পর্কে এত ঘন ঘন দেখাই যেত না তাঁদের। বরং বিবাহবিচ্ছেদের পরই হৃতিক-সুজানকে অনেক বেশি প্রকাশ্যে দেখা যাচ্ছে। ফের কি তাঁরা এক সঙ্গে থাকবেন? বলি মহলে শুরু হয়েছে এই নতুন চর্চাও।  --আনন্দ বাজার

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে