সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭, ০৫:২৬:১৪

রাজপুত রাজা চরিত্রের শাহিদ কাপুরের প্রথম স্ত্রী কে জানেন?

রাজপুত রাজা চরিত্রের শাহিদ কাপুরের প্রথম স্ত্রী কে জানেন?

বিনোদন ডেস্ক : এখনও পেক্ষাগৃহে মুক্তি পায়নি পদ্মাবতী। কিন্তু, ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই সঞ্জয় লীলা বনশালীর ওই সিনেমা নিয়ে ভারতে জোর চর্চা শুরু হয়েছে।

রানি পদ্মাবতীর চরিত্রে দীপিকাকে নয়ে যেমন চর্চা শুরু হয়েছে তেমনি আলাউদ্দিন খিলজিরূপী রণবীর সিং-কে নিয়েও দর্শকদের প্রত্যাশার পারদ চড়ছে। কিন্তু, রাজপুত রাজা মহারাওয়াল সিং-এর চরিত্রে শাহিদও কিছু কম যাচ্ছেন না।

অনস্ক্রিনে দীপিকা-শাহিদের রয়াসন নিয়ে দর্শকরা বেশ উত্সাহিত। কিন্তু, শাহিদ কাপুরের প্রথম স্ত্রী কে জানেন? ঘাবড়ে গেলেন নাকি? ভাবছেন, মীরা রাজপুতই শাহিদের স্ত্রী, তখন আরও একজনের কথা কোথা থেকে উঠছে?

ঠিকই ধরেছেন। কিন্তু, পদ্মাবতীতে শাহিদের প্রথম স্ত্রীর কথা বলা হচ্ছে। জানা যাচ্ছে, সঞ্জয় লীলা বনশালীর ওই সিনেমায় শাহিদ কাপুরের প্রথম স্ত্রী হয়েছেন অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা।

ওই সিনেমায় তার নাম হয়েছে রানি নাগমতি। ট্রেলারে রানি নাগমতিরূপি অনুপ্রিয়া গোয়েঙ্কার ছবিও প্রকাশ্যে এসেছে। এরপর থেকে নতুন করে চর্চা শুরু হয়েছে সিনেমাটি নিয়ে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে