সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭, ০৭:৩৬:৩২

সাবেক অভিনেত্রী শ্রাবন্তীর বিবাহ বার্ষিকী

সাবেক অভিনেত্রী শ্রাবন্তীর বিবাহ বার্ষিকী

বিনোদন ডেস্ক : এক সময়ের জনপ্রিয় মডেল ও টিভি অভিনেত্রী ইপ্সিতা শবনম শ্রাবন্তী। ‘একসময়ের’ বলার কারণ ২০১০ সাল থেকে তাঁকে আর অভিনয়ে দেখা যায়নি। তবে ‘জনপ্রিয়’ শব্দটি ব্যবহার করার কারণ হচ্ছে- তিনি এখনও দর্শক হৃদয় থেকে বিলীন হয়ে যাননি। এখনও ‘শ্রাবন্তী’ শব্দটি উঠলে তার কথাই মনে পড়ে সর্বাগ্রে। তার অভিনীত শেষ নাটক নূরুল আলম আতিকের ‘ডালিম কুমার’।

ইপ্সিতা শবনম শ্রাবন্তীকে শুধু টিভি অভিনেত্রী বললে ভুল হবে। তিনি একটি সিনেমাতেও অভিনয় করেছিলেন। মতিন রহমানের ‘রং নাম্বার’ ছবিতে চিত্রনায়ক রিয়াজের বিপরীতে নায়িকা হয়েছিলেন তিনি। এই একটি চলচ্চিত্রেই অভিনয় করেছেন তিনি। বর্তমানে তাকে কোনো টিভি নাটক কিংবা চলচ্চিত্রে দেখা যায় না।

২৯ অক্টোবর ২০১০ তারিখে শ্রাবন্তী খোরশেদ আলমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অতঃপর কেটে যায় সাতটি বছর। তাদের সংসারে এসেছে দুটি সন্তান। গতকাল ২৯ অক্টোবর ছিল তাদের সপ্তম বিবাহ বার্ষিকী। বর্তমানে তারা রয়েছেন আমেরিকায়।

৮ এপ্রিল ২০১৬ তারিখে স্বামী-সংসার নিয়ে দেশান্তরী হন শ্রাবন্তি। পাড়ি জমান মার্কিন মুলুকে। স্বদেশের উপর বৈরাগ্য নয়, বরং সন্তানদের উন্নত ভবিষ্যতের কথা চিন্তা করেই প্রবাসী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রাবন্তী।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে