মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭, ০১:৩০:৫১

‘এ ধরনের মন্তব্য দক্ষিণের অভিনেত্রীদের জন্য লজ্জাজনক’

‘এ ধরনের মন্তব্য দক্ষিণের অভিনেত্রীদের জন্য লজ্জাজনক’

বিনোদন ডেস্ক : দক্ষিণী অভিনেত্রীদের নিয়ে সম্প্রতি আলটপকা মন্তব্য করেন হিনা খান। টেলিভিশনের ‘ফেভারিট বহু’-র ওই মন্তব্য প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়। আর এরপরই শুরু হয় বিতর্ক। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন দক্ষিণী অভিনেত্রী কৃতি খারবান্দা।

স্পটবয়-এর খবর অনুযায়ী, হিনার মন্তব্যের পাল্টা কৃতি বলেন, হিনা খান টেলিভিশনের একটি অন্যতম বড় নাম। কিন্তু, এ ধরনের মন্তব্য দক্ষিণের অভিনেত্রীদের জন্য লজ্জাজনক। তামান্না থেকে শুরু করে কাজল অগ্রওয়াল কিংবা সামান্থা রুথ প্রভু, কেউ মোটা নন।

দক্ষিণী অভিনেত্রীরা যদি চান, ওজন বাড়াতে, তাহলে বাড়াতে পারেন। আবার যদি তাঁরা মনে করেন, ওজন ঝরাবেন, তাও সহজেই করতে পারেন। সুতরাং, বিগ বসের প্রতিযোগী হিনা খান যে মন্তব্য করেছেন দক্ষিণী নায়িকাদের নিয়ে, তা অহেতুক বলে দাবি কারেন কৃতি।

পাশাপাশি তিনি আরও বলেন, হিনাকে শ্রদ্ধা করেন তিনি। তাঁর বহু ভক্ত রয়েছে। কিন্তু, সম্প্রতি বসের ঘরে গিয়ে হিনা যে ধরনের মন্তব্য করেছেন, তা অহেতুক বলেও মনে করেন ওই অভিনেত্রী। --জি নিউজ

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে