বিনোদন ডেস্ক : ক্যাটরিনার ফিগারে ফিদা নন, এমন সেলেব্রেটি খুঁজে পাওয়া ভার। সে সাধারণ মানুষ হোক বা সেলিব্রেটি। তার ফ্যানের লিস্টে রয়েছেন পরিনীতি, অনুষ্কা, দীপিকা সহ আরও অনেকে।
সম্প্রতি সেই লিস্টে জুড়েছে আলিয়া ভাটের নাম। যদিও বেবি ফ্যাট ঝরিয়ে ফেলে বাবলি হয়েছেন আলিয়া, এবার পালা সেক্সি হয়ে ওঠার। আর তারই জন্য জিম করার শিক্ষা নিচ্ছেন ক্যাটরিনা কাইফের থেকে।
ক্যাটরিনা ও আলিয়ার জিমে স্কোয়াট প্র্যাকটিসের ছবি ভাইরাল ইন্টারনেটে। ১৫০ স্কোয়াটের সেটে কতটা ওজন কমবে আলিয়ার তা নিশ্চিত না হলেও লাইকের যে বন্যা বইছে তা প্রমানিত।
এমটিনিউজ/এসএস