মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭, ০৫:৩০:৫৩

তিশা আউট, পূর্ণিমা ইন

তিশা আউট, পূর্ণিমা ইন

বিনোদন ডেস্ক : তানজিন তিশার ভাগ্য সুপ্রশন্ন হলো না। ভিসা না পাওয়া চলচ্চিত্র থেকে বাদ পড়তে হলো তানজিন তিশাকে। ‘লালটিপ’ ছবির নির্মাতা স্বপন আহমেদ পরিচালিত নতুন ছবি ‘ভবঘুরে’ তে অভিনয় করার কথা ছিল তানজিন তিশার। গেল সেপ্টেম্বর মাসে ছবিতে লিখিতভাবে চুক্তিবদ্ধও হয়েছিলেন তানজিন তিশা, কিন্তু শেষ পর্যন্ত জানা গেল এই ছবি থেকে তাকে বাদ দেওয়া হয়েছে।

নির্মাতা স্বপন চৌধুরী জানান, ভবঘুরে ছবির শুটিং হবে ফ্রান্সে। কিন্তু অনেক চেষ্টার পরেও তিশার ভিসা পাওয়া যায়নি। তাই শেষ পর্যন্ত তাকে বাদ দেওয়া হয়েছে। ‘পরবাসিনী’ ছবির এই নির্মাতা আরো জানান, তানজিন তিশাকে বাদ দিয়ে পূর্ণিমাকে নেওয়া হচ্ছে। তার ভিসার জন্য অ্যাম্বাসিতে আবেদন করা হয়েছে। দু-একদিনের মধ্যেই আশা করছি সুখবর পাওয়া পাব।

আগামী ১২ নভেম্বর ফ্রান্সে শুটিং শুরু হবে।
এরপর সুইজারল্যান্ডেও শুটিং করা হবে। প্যারিসের একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে ‘ভবঘুরে’ ছবির কাহিনি এগুবে।

পূর্ণিমা অভিনীত লোভে পাপ পাপে মৃত্যু ও টু বি কন্টিনিউড নামের দুটি ছবি সর্বশেষ মুক্তি পায়। তার পরেও রুপালি পর্দায় তাকে নিয়ে নেই কোনো আলোচনা। ‘ভবঘুরে’ ছবিতে আরো অভিনয় করবেন শিপন মিত্র, শিমুল খান প্রমুখ।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে