বিনোদন ডেস্ক : ঘর ভাঙ্গার দৌড়ে সম্ভবত শামিল হতে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ড মাইলসের ভোকাল হামিন আহমেদ ও কন্ঠশিল্পী কানিজ সুবর্ণা। বছরের শুরুতেই মৃদু গুঞ্জন উঠছিলো গ্ল্যমারাস কণ্ঠশিল্পী কানিজ সুবর্ণার সংসারের ভাঙ্গন নিয়ে।
অনেকদিন একমাত্র ছেলেকে নিয়ে কানিজ সুবর্ণা আমেরিকায় নিঃসঙ্গ জীবনযাপন করছেন। গান থেকে তো দূরে আছেনই। সর্বশেষ ২০১৫ সালে ‘সাড়া দাওনা’ শিরোনামের একটি গান গেয়েছিলেন।
সেটাও দীর্ঘ আটবছর পর। তারপর ছন্দপতন। ক্যারিয়ার যেখানে ধ্বংসের মুখে। ব্যক্তিজীবনেও ‘একা’ এই কন্ঠশিল্পী। কানিজ আমেরিকায় থাকলেও স্বামী হামিন আহমেদ নিয়মিত দেশেই থাকেন।
বছরের শুরুতে কানিজ নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন ‘ডিভোর্স’ ও ‘একাকিত্বতা’ নিয়ে। লিখেছিলেন,‘হামিন আহমেদ, আমরা ঢাকা ব্যাক করতে চাই। হোয়্যার আর ইউ? অর ডিভোর্স চাই।’
এর ঠিক আগের স্ট্যাটাসে তিনি লিখেছিলেন ‘একাকীত্ব অনেক বাজে।’ এরপরই বোঝা যায় তাদের সংসার আর টিকছে না। সম্প্রতি আবারও ফেসবুকে এটি স্ট্যাটস দিয়েছেন তিনি। ইংরেজিতে দেওয়া সেই স্ট্যাটাসের বাংলা, স্ত্রী সন্তানের ভরণ পোষনের দায়িত্ব কার?
ফেসবুকে ছুঁড়ে দেওয়া এমন প্রশ্নের উত্তরে অনেকেই তার পক্ষ নিয়ে কথা বলেছেন। এর মধ্যে এক কমেন্টের রিপ্লাইয়ে কানিজ সুবর্ণা বলেন, এ বিষয়ে শিগগিরই আমার হাসব্যান্ডের এগেইনেস্টে যেতে হবে আমাকে।`
এমটিনিউজ/এসএস