বিনোদন ডেস্ক : বক্স অফিস কালেকশনে একের পর এক ছক্কা হাঁকিয়ে চলেছে বরুণ ধাওয়ান অভিনীত নতুন ছবি ‘জুড়য়া টু’। ছবিটি নিয়ে বলিউড-প্রেমী দর্শকরাও খুশি।
দর্শকদের পর পর সফল ছবি উপহার দেওয়ার পর এখন তিনি ব্যস্ত রয়েছেন পরিচালক সুজিত সরকারের নতুন ছবি ‘অক্টোবর’-এর শ্যুটিংয়ে। এই প্রথমবার পরিচালক সুজিত সরকারের সঙ্গে কাজ করছেন বরুণ।
‘অক্টোবর’ ছবিতে অনেক আবেগপ্রবণ দৃশ্য রয়েছে। ওদিকে কান্নার দৃশ্যে গ্লিসারিন ব্যবহার করতে দিতে নারাজ পরিচালক। এতেই বিপাকে পড়েছেন বরুন।
ইচ্ছামতো চোখে জল আনতে তাই মানসিক প্রস্তুতি নিয়ে সত্যি সত্যি চোখের জল আনলেন তিনি। সঙ্গে ছিল চিত্রনাট্যের কাজও। এক্ষেত্রে পরিচালককে বাহবা দিতেই হবে। তিনি কাঁদিয়েই ছাড়লেন বরুণকে।
এমটিনিউজ/এসএস