মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭, ০৮:৫২:২৪

অডিশন দিচ্ছেন শাহরুখ-কন্যা সুহানা

অডিশন দিচ্ছেন শাহরুখ-কন্যা সুহানা

বিনোদন ডেস্ক : বলিউড বাদশার নয়নের মণি সেই ছোট্ট মেয়েটি আর ছোট নেই, শাহরুখ-গৌরীর মেয়ে সুহানা এখন রীতিমতো পার্টি গার্ল। বন্ধুদের সঙ্গে হ্যাংআউট তো বটেই, তাছাড়াও ইদানীং প্রায় সমস্ত বলিউড পার্টিতে দেখা যাচ্ছে তাকে।

বলিউডে গুঞ্জন যে খুব তাড়াতাড়িই ডেবিউ করবেন সুহানা। কিন্তু পাশাপাশি আরও একটি গুঞ্জন দেখা দিয়েছে। মুম্বাইয়ের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সুহানা এখন নাকি অডিশন দিচ্ছেন।

ওই প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের যেখানে যেখানে অডিশন হয়, সেই সব জায়গায় নাকি সম্প্রতি দেখা যাচ্ছে সুহানাকে। তবে পাশাপাশি এও শোনা যাচ্ছে যে সুহানা এই সব অডিশনে যাচ্ছেন শুধুমাত্র অভিজ্ঞতা সঞ্চয় করতে।

সুহানা যদি ডেবিউ করেন বলিউড তবে খুব স্বাভাবিক যে সেটা হয় শাহরুখ-গৌরীর প্রযোজনায় ঘটবে, নয়তো করণ জোহরের হাতে। সেই সম্ভাবনাই প্রবল। তবে অন্য রকম যে কিছু ঘটবে না, সেটা তো আর জোর দিয়ে বলা যায় না। হয়তো প্রথম ছবিটা অন্য কোনও প্রযোজক-পরিচালকের সঙ্গে করতে চাইবেন সুহানা।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে