বিনোদন ডেস্ক : বহুদিন ধরে সিনেমার পর্দায় দেখা নেই৷ তবে ইনস্টাগ্রামে মাঝে মধ্যেই হাজির হন আমিশা পাটেল৷ আর হাজির হলেই সোশ্যাল নেটওয়ার্কে তোলেন বিতর্কের ঝড়!
সম্প্রতি নিজের একটি ছবি ইনস্টাগ্রামে আপলোড করেছেন আমিশা পাটেল৷ সেই ছবি আপলোড করে আমিশা লিখলেন, ‘ভোরবেলা শ্যুটিং৷ ঘুম আসছে না৷ একটু ক্যাফিন চাই!’
ছবিতে আমিশার ক্লিভেজ দেখা যাচ্ছে৷ আর তা দেখেই নেটিজেনরা শুরু করলেন কু-মন্তব্য করা৷ তবে এই প্রথম নয়, এর আগেও আমিশা ছবি আপলোড করে বিতর্ক তুলেছিলেন৷
এমটিনিউজ/এসএস