বুধবার, ০১ নভেম্বর, ২০১৭, ০৯:৩৭:৩৬

সানি লিওনের দেখানো পথ ধরেই ভারতীয় সিমেনায় আসছেন মিয়া খালিফা

সানি লিওনের দেখানো পথ ধরেই ভারতীয় সিমেনায় আসছেন মিয়া খালিফা

বিনোদন ডেস্ক : এবার কি ভারতে আসছেন মিয়া খালিফা? সানি লিওন-এর পথ অনুসরণ করেই কি ভারতীয় সিনেমায় ডেবিউ করবেন অ্যাডাল্ট স্টার মিয়া? এবার এমনই গুঞ্জন শুরু হয়েছে মলিউডে।

জানা যাচ্ছে, মালায়লম ফিল্ম চাঙ্কস টু-তে অভিনয় করতে পারেন মিয়া খালিফা। আর সেই কারণেই এবার ভারতে আগমণ লেবানিজ বিতর্কীত স্টারের।

চাঙ্কস টু-এর পরিচালক অমর লুলু জানিয়েছেন, ওই সিনেমায় একটি আইটেম নম্বরে দেখা যাবে মিয়াকে। তবে আইটেম নম্বরের পাশাপাশি চাঙ্কস টু-র আরও বেশ কিছু সিকোয়েন্সেও লেবানিজ স্টারকে দেখা যাবে বলেই জানিয়েছেন তিনি।

২০১৮ সালের মে মাস থেকে চাঙ্কস টু-এর শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক লুলু। প্রসঙ্গত, বর্তমানে নীল ছবির দুনিয়া ছেড়ে মিয়া সাংবাদিকতার সঙ্গে যুক্ত হয়েছেন বলেও খবর পাওয়া যাচ্ছে।

এর আগে সানি লিওন-এর বলিউডে ডেবিউ নিয়েও সমালোচনা হয়েছে। এমনকী মুম্বাইতে বাড়ি পাওয়া নিয়েও যথেষ্ঠ বেগ পেতে হয় সানিকে। কিন্তু, এসব কাটিয়ে শেষ পর্যন্ত বি টাউনে নিজের জায়গাটা বেশ শক্তপক্তই করে নিয়েছেন সানি।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে