বুধবার, ০১ নভেম্বর, ২০১৭, ০৪:৪৩:২৯

জঙ্গি হামলার সময় কাছেই ছিলেন প্রিয়াঙ্কা

জঙ্গি হামলার সময় কাছেই ছিলেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক : বিকট সাইরেনের শব্দ। এক টানা সেই শব্দে কান বন্ধ হয়ে আসছে। কাজ সেরে যখন নিজের বাড়ি ফিরছিলেন, তখনই কিছু একটা আঁচ করেছিলেন বলিউড কুইন প্রিয়াঙ্কা চোপড়া। তবে সেসময়ে বোঝেননি ঘটনার ভয়াবহতা। যখন পুরো ঘটনা শুনলেন, তখন আকস্মিকতা আর বিভীষিকায় স্তম্ভিত প্রিয়াঙ্কা। মঙ্গলবার নিউ ইয়র্কে জঙ্গি হামলার সাক্ষী থাকলেন প্রিয়াঙ্কা চোপড়া। এদিনের ভয়াবহতা তার ভক্তকুলের কাছে শেয়ার করলেন টুইটে।

নিউ ইয়র্কের যে স্থানে বিস্ফোরণ হয়েছে, তার থেকে মাত্র পাঁচটি ব্লক দূরে প্রিয়াঙ্কা চোপড়ার বাড়ি। টিভি শো 'কোয়ান্টিকো'র তিন নম্বর সিজনের শ্যুটিংয়ের জন্য নিউইয়র্কে রয়েছেন তিনি। ঘটনার সময় তিনি শ্যুটিং স্পটে ছিলেন। তার কথায়, কাজ সেরে যখন বাড়ি ফিরছিলেন, তখনই সাইরেনের শব্দ শুনতে পেয়েছিলেন তিনি। জঙ্গি হামলার কড়া নিন্দা করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। মৃত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন।

কোয়ান্টিকোর শ্যুটিংয়ের একটি দৃশ্যও টুইটে শেয়ার করেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, প্রিয়াঙ্কা চোপড়ার মুখ কালো কাপড়ে ঢাকা রয়েছে। তাকে পেছন থেকে কেউ টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। ২০১৮ সালে কোয়ান্টিকোর তিন নম্বর সিজনের প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার স্থানীয় সময় সোয়া ৩টার দিকে নিউ ইয়র্কের ম্যানহাটনে জঙ্গি হামলায় আট জনের মৃত্যু হয়েছে। রাস্তায় ট্রাক ঢুকে পিষে দিয়েছে পথচলতি সাধারণ মানুষকে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে