বিনোদন ডেস্ক : শেষ পর্যন্ত নাতাশার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল বরুন ধাওয়ানের ? জুড়ুয়া টু-এর স্পেশাল স্ক্রিনিংয়ে শেষবারের মত দেখা গিয়েছিল বরুণ এবং নাতাশাকে। তারপরই নাকি দু’জনের রাস্তা আলাদা হয়ে যাচ্ছে। সম্প্রতি এমনই গুঞ্জন শুরু হয়েছে বি টাউনের অন্দরে।
শোনা যাচ্ছে, ছোট থেকেই বরুণ ধাওয়ানের সঙ্গে নাতাশার সম্পর্ক থাকলেও বর্তমানে নাকি দু’জনের মনের মিল হচ্ছে না। বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে দু’জনের মত পার্থক্য প্রকাশ্যে আসছে। আর সেই কারণেই এবারের দিওয়ালি পার্টিতেও বরুণের সঙ্গে দেখা যায়নি নাতাশাকে। যদিও এ বিষয়ে বরুণ কিংবা নাতাশা কেউই মুখ খোলেননি।
এদিকে জুড়ুয়া টু-এর শুটিংয়ের সময় থেকেই নাকি তপসি পান্নুর সঙ্গে ‘ঘনিষ্ঠতা’ গড়ে ওঠে বরুণের। সিনেমার প্রমোশন থেকে শুরু করে জিমে গিয়ে শরীর চর্চা, সবকিছুতেই বরুণ এবং তপসিকে দেখা যায় একসঙ্গে। বিষয়টি নিয়ে নাকি বেশ বিরক্তই ছিলেন নাতাশা।
এমনকি, তপসির সঙ্গে ভবিষ্যতে যাতে বরুণ আর কোনও সিনেমা না করেন, সেই জন্যও নাকি বন্ধুকে অনুরোধ করেন নাতাশা। তবে বিষয়টি নিয়ে যতই কানাঘুষো চলুক না কেন, এ বিষয়ে কিন্তু কেউই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। --জিনিউজ
এমটিনিউজ২৪/এম.জে/এস