বৃহস্পতিবার, ০২ নভেম্বর, ২০১৭, ০১:৪৮:৩৪

ভক্তের কাণ্ড দেখে চমকে গেলেন ফাহমিদা নবী

ভক্তের কাণ্ড দেখে চমকে গেলেন ফাহমিদা নবী

বিনোদন ডেস্ক : রাজশাহীতে পা দিয়েই চমকে গেলেন ফাহমিদা নবী। এদিক ওদিক তাকান, ঘটনা কী! ঠাওর করতে পারেন না শিল্পী। কিছুক্ষণ পর বুঝতে পারেন এসব ভক্তের কাণ্ড!

ঘটনাটা হলো- শহর রাজশাহীর মোড়ে মোড়ে ফাহমিদা নবীর ছবি দাঁড় করিয়ে রাখা হয়েছে। যার বক্তব্য ও উদ্দেশ্য হলো- জনপ্রিয় এই শিল্পীকে স্বাগত জানানো।

বিষয়টি নিয়ে ফাহমিদা বললেন, ‌‘আমি রাজশাহীতে নেমেই ভীষণ অবাক। আমার গানের তিনি পাঁড় ভক্ত। আমি এখানে (রাজশাহী) গান গাইতে আসব জেনে রাস্তার মোড়ে এমন ছবি দাঁড় করিয়ে রেখেছেন।’

জানা গেলো, ভক্তের নাম ফাতেমা আকতার। থাকেন রাজশাহীতেই। এখানেই ক্ষান্ত হননি ফাতেমা। গত (১ নভেম্বর) সারাদিন ফাহমিদা নবীর সঙ্গেই ছিলেন।

বিষয়টি নিয়ে বুধবার বিকালে এ শিল্পী বলেন, ‘সকাল থেকে দুপুর পর্যন্ত আমাকে পদ্মার পাড়সহ নানা জায়গা ঘুরে দেখিয়েছেন। সন্ধ্যায় গানের অনুষ্ঠান আছে। তার আগপর্যন্ত হয়তো আরও কিছু কাজ করে আমাকে চমকে দেবেন এই ভক্ত!’

ফাহমিদা নবী গানের একটি অনুষ্ঠানে অংশ নিতে মঙ্গলবার রাজশাহী গিয়েছেন। বুধবার সন্ধ্যায় সেটি অনুষ্ঠিত হয়।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে