বৃহস্পতিবার, ০২ নভেম্বর, ২০১৭, ০৩:৪০:৩৪

দীর্ঘ দিনের প্রেমিকাকে বিয়ে করছেন কপিল

দীর্ঘ দিনের প্রেমিকাকে বিয়ে করছেন কপিল

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় কমেডিয়ান-অভিনেতা কপিল শর্মা। গিনি চাতার্থের সঙ্গে অনেকদিন ধরেই প্রেম করছেন তিনি। তবে চলতি বছরের শুরুতে বিষয়টি খোলাসা করেন। আগামী বছরের শুরুতে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এ জুটি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘দুই পরিবারের পক্ষ থেকে অনেক চাপ দেয়া হচ্ছে। গিনির পরিবার চাইছেন এ জুটির সম্পর্কটির আনুষ্ঠানিক পরিণতি হোক। কপিলের মা বিয়ে করার জন্য তাকে জোর করছেন, কারণ গিনিকে তিনি অনেক পছন্দ করেন এবং তার সঙ্গে সম্পর্কটাও বেশ ভালো। গিনি প্রতিজ্ঞা করেছিলেন, কপিল নিজেকে শুধরে নেয়ার পরই তাকে বিয়ে করবেন। তাই এখন কপিল বিয়ে করার জন্য মনস্থির করেছেন।’

এদিকে সম্প্রতি শির্দি মন্দিরে কপিলের সঙ্গে গিনিকে দেখা যায়। ধারণা করা হয়, তার পরবর্তী সিনেমা ফিরাঙ্গি’র জন্যই সেখানে গিয়েছিলেন এ কমেডিয়ান। তবে সূত্রটি জানায়, গত সোমবার ছিল ফিরাঙ্গি সিনেমার পরিচালক রাজিব ধিংরার স্ত্রীর জন্মদিন। রাজিব কপিলের ছেলেবেলার বন্ধু। তাই দুই জুটি একসঙ্গে শির্দি মন্দিরে যাওয়ার পরিকল্পনা করেন।

কপিল শর্মা অভিনীত দ্বিতীয় সিনেমা ফিরাঙ্গি। ২৪ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে