বৃহস্পতিবার, ০২ নভেম্বর, ২০১৭, ০৬:১৯:০৩

'মন আমার' নিয়ে আসছেন নুসরাত রেজা

'মন আমার' নিয়ে আসছেন নুসরাত রেজা

বিনোদন: শ্রোতাদের জন্য চমৎকার একটি গান নিয়ে আসছেন শিল্পী নুসরাত রেজা খান। গানটি সংগীতা থেকে এ মাসেই দর্শকদের কাছে আসবে বলে জানিয়েছেন শিল্পী নিজেই।
মেহেদী হাসানের কথায় গানটির কম্পোজ করেছেন রাকেশ রবীন। আর গানটির মিউজিক ভিডিওর দায়িত্বে ছিলেন বিউটি সার্কাস খ্যাত পরিচালক মাহমুদ দিদার। মিউজিক ভিডিওটির মডেল শিল্পী নিজে এবং দেভ দ্বীপ।  
শিল্পী নুসরাতের সংগীতে হাতেখড়ি ছোটবেলায় বড় বোনের কাছে। সেই তখন থেকেই বগুড়া জেলাপর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। এরপর নজরুল একাডেমি থেকে সংগীতের ওপর ডিপ্লোমা করার পাশাপাশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতকোত্তর শেষ করে বর্তমানে হাইকোর্টে শিক্ষানবীশ আইনজীবী হিসেবে কাজ করছেন তিনি।
'মন আমার' শিল্পী নুসরাতের প্রথম সোলো গান। এ সম্পর্কে নুসরাত জানান, গানটির মিউজিক ভিডিওর শুটিং শেষ হয়েছে। সম্পাদনার কাজ চলছে। এটি শেষ হলে এ মাসের মধ্যেই মিউজিক ভিডিওটি শ্রোতা ও দর্শকদের কাছে পৌঁছে যাবে। আরো তিনটি গানের রেকর্ডিং চলছে। একটি পুরনো বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় গান, একটি নজরুল সংগীত এবং একটি পাহাড়ি গান।
নুসরাত আইন পেশার পাশাপাশি মঞ্চ নাটকে তালিম নিচ্ছেন আরণ্যক নাট্যদলের কাছে। তিন ভাইবোনের মধ্যে ছোট নুসরাতের বাবা আজম হীরা রাজশাহী বেতারের গীতিকার।
এমটি নিউজ/আল-আমিন/এএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে