বিনোদন ডেস্ক: বিশ্বের দরবারে সবচেয়ে ক্ষমতাশালী নারীর তালিকায় জায়গা করে নিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু চোখের ভাষা বা অভিনয়ের জন্য তিনি ক্ষমতাশালীর তকমা পাননি।
তিনি এই ক্ষমতাশালীর তকমা পেয়েছেন সমাজসেবার জন্য। আর প্রিয়াঙ্কা সাফল্যের মুকুটে এই নতুন পালকটি দিয়েছে জনপ্রিয় ফোর্বস ম্যাগাজিন।
কিছুদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছিলেন সাবেক এই বিশ্বসুন্দরী। প্রিয়াঙ্কা চোপড়া যৌন হেনস্থা নিয়েও মুখ খুলেছিলেন। তিনি জানিয়েছিলেন, নায়িকাদের যৌন নিগ্রহে অভিযুক্ত হার্ভে ওয়েনস্টাইনরা শুধু হলিউডে নয়, বলিউডেও ছড়িয়ে আছেন।
তারপর এই খেতাব মানানসই বলেই মনে করছেন অনেকেই। তাই ১০০ জন ক্ষমতাশালী নারীদের মধ্যে ৯৭তম স্থান পেয়েছেন তিনি। সমাজসেবামূলক কাজই তাকে এই তকমার কাছাকাছি পৌঁছে দিয়েছে। তবে এক নম্বর স্থানটিতে রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস