বিনোদন ডেস্ক : মিস ওয়ার্ল্ড-২০১৭ এর ৬৭তম ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৮ নভেম্বর ২০১৭ । বিশ্বের ১২০টি দেশ থেকে বিভিন্ন দেশের সুন্দরীরা অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায়।কিন্তু প্রতিযোগিতা শুরু না হতেই বাংলাদেশ ৯ম স্থান করেছে এমন খবরে অনেকেই হয়তো বিস্মিত! সবাই অবাক হলেও খবরটি কিন্তু কিছুটা সত্য। কারণ সম্প্রতি এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে অনলাইনেও জনসাধারণের কাছে থেকে ভোট নেওয়া হচ্ছে যে, সাধারণ জনগণের মতে কোন দেশ থেকে মিস ওয়ার্ল্ড-২০১৭ হওয়া উচিত।
অনলাইনে প্রতিযোগীদের ভোট দেয়ার জন্য এই আয়োজনটি করেছে দ্য গ্রেট প্যাগেন্ট কমিউনিটি ডট কম। লিঙ্কটিতে প্রবেশ করে দর্শকদের যতখুশি ততোবার ভোট দেওয়ার সুযোগ রয়েছে। নভেম্বরের ১৭ তারিখ মধ্যরাত পর্যন্ত দর্শকরা ভোট দিতে পারবেন। অনলাইন ভোটে ইতোমধ্যে বাংলাদেশ রয়েছে ৬ষ্ঠ তালিকায়
উল্লেখ্য যে, ১৮ তারিখ ফাইনালের দিন জয়ীর মাথায় মুকুট পরিয়ে দিবেন গতবারের বিজয় স্টেফানি ডেল ভেল।
আপনিও ভোট দিতে পারেন মিসওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী প্রতিযোগী জেসিয়া ইসলামকে।
ভোট দেওয়ার জন্য ক্লিক করুন : https://thegreatpageantcommunity.com/2017/10/04/vote-miss-world-2017-win/
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস