শুক্রবার, ০৩ নভেম্বর, ২০১৭, ১০:১০:১০

আজ মৌসুমীর জন্মদিন

আজ মৌসুমীর জন্মদিন

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ দুই যুগ ধরে চলচ্চিত্রে পথচলা তার। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে শুরু। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘দুলাভাই জিন্দাবাদ’।
 
সবক’টি ছবিতেই রেখেছেন অভিনয়ের নান্দনিক ছোঁয়া। শুরু থেকে এখন পর্যন্ত সমান জনপ্রিয়তা ধরে রেখেছেন। প্রিয়দর্শিনী এই নায়িকার আজ জন্মদিন।
 
তবে দিনটি নিয়ে বিশেষ আয়োজনের কোনো পরিকল্পনা নেই তার। একেবারেই পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে নিজের মতো করে আজকের দিনটি উদ্যাপন করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ নায়িকা। তবে দিনটি তিনি নিজের ভক্ত ও দর্শকদের উৎসর্গ করেছেন।
 
এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘আজকের দিনটি একান্তই নিজের মতো করে কাটাতে চাই। আমার মা, স্বামী ওমর সানী, দুই সন্তান ফারদিন এবং ফাইজাহ- তাদের নিয়েই আমার মতো করে সময় কাটাব। আমি ধন্যবাদ দিতে চাই সব বিনোদন সাংবাদিকদের যারা সবসময় আমাকে এবং ওমর সানীকে তাদের চমৎকার লেখনীর মধ্য দিয়ে ভক্ত-দর্শকের কাছে আলোকিত করছেন। কৃতজ্ঞ ভক্ত-দর্শকের কাছে, যাদের অকৃত্রিম ভালোবাসায় আমি মৌসুমী হতে পেরেছি। আমার এবারের জন্মদিন তাই তাদের উৎসর্গ করলাম।’
 
তিনি আরও বলেন, ‘আজকের দিনে মান্না ভাই আর সালমান শাহ বেঁচে থাকলে আমার বিশ্বাস তারা দু’জনই আমার পাশে থাকতেন। তাদের সঙ্গে নিয়ে জন্মদিনে আমার খুব ভালো সময় কাটত। তাই বছরের বিশেষ এ দিনটিতে দু’জনকেই খুব মিস করি।’
 
দেশীয় চলচ্চিত্রে ১৯৯৩ সালে যে মৌসুমী অধ্যায় রচিত হয়েছিল, সেই অধ্যায়ের শুভ সূচনার পর তা যেন আজও অব্যাহত আছে।
 
চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকের মতে, অভিনয়, ব্যক্তিত্ব, আচার-ব্যবহার, সময় জ্ঞান এবং সর্বোপরি আন্তরিকতা দিয়ে শাবানার পর যে নায়িকা তার নিজের অবস্থানকে উজ্জ্বল করে রেখেছেন চলচ্চিত্রের আকাশে তিনি মৌসুমী।
 
নার্গিস আক্তারের ‘মেঘলা আকাশ’, চাষী নজরুল ইসলামের ‘দেবদাস’ এবং মোস্তফা কামাল রাজের ‘তারকাঁটা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।
 
মুক্তির অপেক্ষায় আছে ‘পবিত্র ভালোবাসা’ ও ‘পোস্টমাস্টার ৭১’ চলচ্চিত্র দুটি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে