মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫, ১২:৩২:০৭

নূর হোসেনের আত্মত্যাগে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত : রাষ্ট্রপতি

নূর হোসেনের আত্মত্যাগে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত : রাষ্ট্রপতি

ঢাকা : শহিদ নূর হোসেনের আত্মত্যাগ বৃথা যায়নি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতি বলেন, তার আত্মাহুতির ধারাবাহিকতায় ১৯৯০ সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পেয়েছিল। রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের মাটিতে নূর হোসেনের মতো সাহসী মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন এদেশের গণতন্ত্র বিপন্ন হবে না। বাংলাদেশে গণতন্ত্রের পূর্ণ বিকাশই হবে শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানানোর উৎকৃষ্ট উদ্যোগ। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শহিদ নূর হোসেন দিবস উপলক্ষে এক বাণীতে সোমবার এ কথা বলেন। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) শহিদ নূর হোসেন দিবস। রাষ্ট্রপতি গভীর শ্রদ্ধাভরে গণতন্ত্রের জন্য আত্মোৎসর্গকারী শহীদ নূর হোসেনকে স্মরণ এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। ১০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে