শুক্রবার, ০৩ নভেম্বর, ২০১৭, ০৪:২৬:৫৬

পোশাকের জন্য সমালোচনার কবলে যেসব সেলিব্রিটিরা

পোশাকের জন্য সমালোচনার কবলে যেসব সেলিব্রিটিরা

বিনোদন ডেস্ক: সোসাল মিডিয়ায় অভিনেত্রী ও সেলিব্রিটিদের অবাধ বিচরন এখন। আর এই সোসাল মিডিয়ায় ছবি দিয়ে বিভিন্ন রকম মন্তব্যের শিকার হতে হয়েছে অনেক অভিনেত্রী ও সেলিব্রিটিদের।
মাঝে মাঝে শুনতে হয়েছে অনেক বাজে মন্তব্যও। আর এই সব অভিনেত্রী ও সেলিব্রিটিদের কি শুনতে হয়েছিলো তাই জানুন।

ইনস্টাগ্রামে একটি বিকিনি পরা ছবি পোস্ট করে বহু সমালোচনার শিকার হয়েছেন সোনারিকা ভাদোরিয়া। এক সময়ে দেবো কা দেব, মহাদেব সিরিয়ালে অভিনয় করেছেন, তাই তাঁক খোলামেলা পোশাক পরা উচিত নয়। এমনই সব কমেন্ট আসে।

ফিল্মফেয়ারে দিশা পত্নানি একটি খোলামেলা পোশাক পরেছিলেন। সেই পোশাক পরে ছবি দেন ইনস্টাগ্রামে। সেই ছবির কমেন্টেও বহু অশ্লীল মন্তব্য পড়ে।

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করার পরে কয়েক জন কমেন্ট করেন, সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে ব্রেক আপ নিয়ে কুমন্তব্য করেন কয়েকজন।
অনেকে আবার তাঁকে অশ্লীল বলেও সম্বোধন করেন।

ভারতের মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন মিথালি রাজ টুইটারে একটি ছবি পোস্ট করেছিলেন। এই ছবিতে তিনি একটি স্প্যাগেটি টপ পরেছিলেন বলে সমালোচনার শিকার হয়েছিলেন। ছবিটি তৎক্ষণাৎ ডিলিট করতে বলা হয় তাঁকে।

ইরফান পাঠান স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন। স্রী সাফার মুখ হাত দিয়ে ঢাকা ছিল। নখে নেল-পলিশ পরা ছিল। তাতেই নিন্দুকরা সমালোচনা শুরু করে দেয়। একজন কমেন্ট করে, নেল-পলিশ নয়। হাতে মেহেন্দি পরুন।

স্বাধীনতা দিবসের দিন জিন্স এবং সাদা ট্যাঙ্ক টপের উপরে ভারতের পতাকা জড়িয়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। জাতীয় পতাকার অবমাননা করার অভিযোগ ওঠে।

বেয়াদ ছবির অভিনেত্রী আনেরি বাজানি বিকিনি পরে একটি ছবি পোস্ট করেছিলেন। সেই ছবি দেখে কেউ কুৎসিত বলে। কেউ আবার তার বিকিনি পরা নিয়ে আপত্তি জানায়। আবার কেউ কেউ বলে, আনেরি অপুষ্টিতে ভুগছেন।

মোনালি ঠাকুরও পোশাকের জন্য সোশ্যালমিডিয়াতে সমালোচনার শিকার হয়েছেন। তাঁর পোশাকের দৈর্ঘ্য নিয়ে বিতর্ক তৈরি হয়।

একাধিকবার ছবি পোস্টের জন্য ট্রলড হয়েছেন নিয়া শর্মা।

খোলামেলা পোশাক পরার কারণে আমিশা পটেলের পেশা নিয়েও নেকে অনেক রকম মন্তব্য করেন।

দঙ্গল খ্যাত পতিমা সানা শেখ এই ছবি পোস্ট কর ক্যাপশনে লেখে, শেমলেস সেলফি। এর জন্যও ট্রলড হন ফতিমা। এক জন কমেন্টে লেখে, উপরওয়ালাকে তো অন্তত ভয় পাও। বোরখা পরো। না হলে জাহান্নামে জায়গা হবে। সোশ্যাল মিডিয়ায় ট্রলড হয়েছেন নার্গিস ফখরিও।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে