শুক্রবার, ০৩ নভেম্বর, ২০১৭, ০৫:১৬:৪২

শেষপর্যন্ত এক 'অপরাধী'-কে বিয়ে করলেন এই অভিনেত্রী?

শেষপর্যন্ত এক 'অপরাধী'-কে বিয়ে করলেন এই অভিনেত্রী?

বিনোদন ডেস্ক : বিগ বস ১১ শুরু হতেই চড়চড়িয়ে বাড়ছে প্রতিযোগীদের মধ্যে ঝামেলার বহর। কখনও শিল্পা শিন্দে কখনও হিনা খান আবার কখনও বিকাশ গুপ্তা, একের পর এক সেলিব্রিটিদের বক্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে।

আর এবার বসের ঘরের আরও এক প্রতিযোগী তথা দক্ষিণী অভিনেত্রী গেহানা বশিষ্ঠ যে মন্তব্য করলেন আরশি খান সম্পর্কে, তা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে।

স্পটবয় ডট কম-এর খবর অনুযায়ী, গেহানা দাবি করেছেন, আরশি খান সম্পর্কে অনেক গোপন খবর তিনি জানেন। তাদের দু’জনের পিআর এক সময় একই মানুষ ছিলেন। আর সেই কারণেই ওই অভিনেত্রীর সম্পর্কে বেশ কিছু গোপন তথ্য তার কাছে রয়েছে।

এরপরই ওই অভিনেত্রী আরও বলেন, আরশি নাকি ৫০ বছরের এক ব্যক্তিকে বিয়ে করেন। এবং, তিনি নাকি একজন ‘বুকি অর্থাত দালাল’। দক্ষিণী অভিনেত্রীর ওই মন্তব্যের পর জোর বিতর্ক শুরু হয়েছে।

যদিও এ বিষয়ে পাল্টা কোনও মন্তব্য করেননি আরশি। প্রসঙ্গত বসের ঘরের প্রতিযোগী শিল্পা শিন্দে এবং বিকাশ গুপ্তার সঙ্গে এক সময় শারীরিক সম্পর্ক ছিল বলেও বিস্ফোরক মন্তব্য করেন গেহানা।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে