শুক্রবার, ০৩ নভেম্বর, ২০১৭, ০৫:১৯:৩৯

কপিল শর্মাকে বিয়ে করার জন্য শর্ত দিলেন বান্ধবী!

কপিল শর্মাকে বিয়ে করার জন্য শর্ত দিলেন বান্ধবী!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কমিডিয়ান কপিল শর্মার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল আগেই। কিন্তু শেষ মুহূর্তে বিয়ে করার জন্য বিশেষ একটি শর্ত দিলেন কপিলের দীর্ঘদিনের বান্ধবী গিন্নি ছত্রাত। জানেন সেটা কী?

সুনীল গ্রোভারের সঙ্গে প্রকাশ্য ঝামেলার পর পেশাদার জীবনে ধাক্কা খেয়েছেন কপিল। বন্ধ হয়ে গিয়েছে তার জনপ্রিয় শো 'দ্য কপিল শর্মা শো'। ইতিমধ্যেই বিয়ে করতে বেঁকে বসলেন তার বান্ধবী গিন্নি ছত্রাতও।

মিস মালিনীর খবর অনুযায়ী, গিন্নি নাকি কপিলকে শর্ত দিয়েছেন। অভিনয় জীবনকে কলঙ্কমুক্ত করতে হবে। পাশাপাশি কপিলকে মদ খাওয়া একেবারেই বন্ধ করে দিতে বলেছেন। শোনা যাচ্ছে, এ সব শর্ত পূরণ করলে তবেই নাকি কপিলকে বিয়ে করবেন গিন্নি।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, দুই পরিবারই চায় কপিল ও গিন্নির বিয়েটা হোক। কিন্তু পাত্রী নিজে বেঁকে বসলে তো কিছু করার থাকে না। তবে কপিল নাকি গিন্নির শর্ত পূরণের সব রকম চেষ্টা করছেন। ইতিমধ্যেই তিনি মদ খাওয়া একেবারেই ছেড়ে দিয়েছেন। পাশাপাশি তার অভিনয় কেরিয়ারকেও ত্রুটিমুক্ত করার চেষ্টা করছেন।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে