বিনোদন ডেস্ক : আবেগের খেসারত, জন্মদিনে বলি বাদশাকে একেবার চোখের দেখা দেখতে এসেছিলেন ভক্তরা। কে কতটা জাবরা ফ্যান, তারই যেন প্রতিযোগিতা চলছিল।
তবে, এই আবেগেরই প্রতিদান দিতে হল বহু ফ্যানকে। দিনের শেষে মোবাইল হারিয়ে বাড়ি ফিরলেন অনেকে। শুধু মান্নাতের সামনে থেকেই ফোন হারানোর অন্তত ১৩টি অভিযোগ পেয়েছে পুলিশ।
শুধু মুম্বাই নয়, গোটা দেশে এ খুব চেনা দৃশ্য। ২ নভেম্বর মানেই মান্নাতের আশেপাশে ভিড়। দূর-দূরান্ত থেকে আসছেন ফ্যানরা। সকাল থেকেই তারা অপেক্ষায় থাকেন বলি-বাদশাকে শুধু একটিবার চোখের দেখা দেখার জন্য। গতকালও তার ব্যতিক্রম ছিল না।
নির্দিষ্ট সময়ে মান্নাতের সামনে আসেন শাহরুখ। সঙ্গে ছিল আব্রাম। যথারীতি ভক্তদের দিকে হাত নাড়েন। তাদের অভিবাদন গ্রহণ করেন। এই পর্ব মিটতে না মিটতেই আবেগের মূল্য হাড়ে হাড়ে টের ফেলেন অনেকে। সামনে শাহরুখকে দেখে যখন উন্মাদনা তুঙ্গে, তখন দেদার চলেছে হাত সাফাইয়ের কাজ। দিনের শেষে নিজের ফোন আর তাই ফিরে পেলেন না বহু ফ্যান।
পুলিশ সূত্রে খবর, মান্নাতের সামনে থেকে তখনই প্রায় ১৩টি ফোনচুরির অভিযোগ জমা পড়েছে। সুদূর ছত্তিশগঢ় থেকে এসেছিলেন এক তরুণ ফ্যান। তারও একই হাল হল। ভিড়ের মধ্যে বেশ কিছু মহিলা বিপাকে পড়েছিল। তাদের উদ্ধার করে পুলিশ।
এদিকে ভিড় এতটাই বেশি ছিল যে তুমুল বিশৃঙ্খলা দেখা দেয়। মান্নাতের নিজস্ব নিরাপত্তারক্ষীরা তো ছিলেনই। পাশাপাশি পুলিশও মোতায়েন ছিল। উন্মাদনা সামলাতে পুলিশকে মৃদু লাঠিচার্জও করতে হয়। প্রতিবছরের মতো এবারও সাংবাদিকদের ডেকে নিয়েই কেক কাটেন শাহরুখ।
জানান, যে ভালবাসা মানুষের থেকে তিনি পেয়েছেন কোনও কিছুতেই তার পরিমাপ হয় না। বাইরে অপেক্ষারত ভক্তদের ভিড়ই তার প্রমাণ দিয়েছে। ৫২-য় পড়লেন বাদশা। কিন্তু আজও তার জন্ম সেই উন্মাদনা অটুট। তবে তার খেসারতও দিতে হচ্ছে। সে ছবিও তাই ধরা থাকল।
এমটিনিউজ/এসএস