বিনোদন ডেস্ক : জনপ্রিয় নায়ক শাকিব খানকে জড়িয়ে কারও নাম উল্লেখ করে সেই ব্যক্তির জনপ্রিয়তাকে আর বাড়াতে চান না এখন তার স্ত্রী অপু বিশ্বাস। শাকিবকে নিয়েও অনেক কথা বলেছেন অপু।
ছেলে জয়ের খোঁজ নেয়ার জন্য শাকিব তার সাথে যোগাযোগ করেন ঠিকই কিন্তু সেটাও অন্য কারও মাধ্যমে। তবে এত কিছুর মধ্যেও অপুর জীবন রঙিন বলেই দাবি করলেন তিনি। কারণ তার কাছে তার সন্তান আছে।
অপু বললেন, শাকিবের জন্য তার দুঃখই হয়। কারণ কাজ শেষ করে জয়কে বুকে নিয়ে ঘুমানোর সৌভাগ্য তার হয়। সেদিক থেকে শাকিব বরং সম্পূর্ণ একা। দিনশেষে তার পাশে কেউ থাকে না।
শুক্রবার চ্যানেল আই এর ‘সাময়িকী’ অনুষ্ঠানে এসে একথা বলেন এক সময়ের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ব্যক্তি জীবনের নানা কথায় কখনও হাসলেন, কখনও অঝোরে কাঁদলেন অপু।
ছেলে জয়ের কথা উঠতেই আবেগ প্রবণ হয়ে পড়েন অপু। জয়কে নিয়ে তার অনেক স্বপ্ন। জয়ের জন্মের আগ পর্যন্ত নানা সমস্যার সম্মুখীন হয়েছেন অপু। অনেক কষ্টের পর ছেলের জন্ম হয়েছে বলেই সে ‘অপুর’ জয়।
শাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করায় সামান্য বিষণ্ণতার ছায়া নেমে আসলেও নিজেকে সামলে নেন অপু। শাকিবের সঙ্গে প্রেম, বিয়ে এবং জয়ের জন্মের আগ পর্যন্ত একটা ঘোরের মধ্যে ছিলেন বলে মনে করেন অপু।
সব কিছু মিলিয়ে কম ত্যাগ স্বীকার করেননি অপু, বিয়ে কিংবা সন্তান জন্মের কথাও মন খুলে কাউকে বলতে পারেননি। অনেকটা কষ্টের হাসি হেসেই জানান, ছেলে জয়কে নিয়ে তিনি বেশ ভালো আছেন।
এমটিনিউজ/এসএস