শনিবার, ০৪ নভেম্বর, ২০১৭, ০৯:১৪:৩৯

অভিনেতা কমল হাসানের ফাঁসির দাবিতে সরব হিন্দুত্ববাদীরা

অভিনেতা কমল হাসানের ফাঁসির দাবিতে সরব হিন্দুত্ববাদীরা

বিনোদন ডেস্ক : রাজনীতিতে নামার আগে জল মাপছেন দক্ষিণে অভিনেতা কমল হাসান। নিজের জন্মদিনে নতুন দলের ব্যাপারে তৈরি থাকতে বলেছেন  অনুগামীদের। তার মধ্যেই বিতর্কের শিরোনামে কমল হাসান।

কিছুদিন আগেই ‘হিন্দু সন্ত্রাস’ নিয়ে পরোক্ষে বিজেপিকে একহাত নেন অভিনেতা। কমলের মন্তব্যের পালটা জবাব আসতে শুরু করেছে। এর জন্য অভিনেতাকে ফাঁসি দেওয়ার দাবি জানাল অখিল ভারতীয় হিন্দু মহাসভা।

এক জনপ্রিয় তামিল ম্যাগাজিনের প্রতিবেদনে ‘হিন্দু সন্ত্রাস’ নিয়ে নাম না করেই বিজেপিকে একহাত নেন অভিনেতা। জানিয়ে দেন, ‘হিন্দু সন্ত্রাস’ যে ছড়িয়েছে তাঅস্বীকার করার কোনও মানে হয় না। অতীতে এই দক্ষিণপন্থী সংগঠনগুলি আলোচনায় বসত।

কোনও সমস্যা সমাধানে মুখোমুখি বসার উদ্যোগ নিত। কিন্তু সেই পুরনো কৌশল ফলপ্রসূ হয়নি। ফলে এখন তারা যা করছে তা হল পেশিশক্তির প্রদর্শন। তার অভিযোগ, সন্ত্রাসের ছায়া সংগঠনগুলির নিজের ঘরেও পড়েছে। সুতরাং কোনওভাবেই তা অগ্রাহ্য করা যায় না। আর এই ধরনের সন্ত্রাস কাউকে কোথাও এগিয়ে নিয়ে যেতেও সাহায্য করে না।

কমলের এই বিতর্কিত মন্তব্যে নিয়ে সরব হয়েছেন অখিল ভারতীয় হিন্দু মহাসভার সর্বভারতীয় সহ-সভাপতি অশোক শর্মা। তিনি বলেন, কমল হাসানের মতো মানুষকে হয় গুলি করে মারা উচিত, নয়তো ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া উচিত। যখন কেউ হিন্দুদের ভাবাবেগে আঘাত করার চেষ্টা করে তার এই পবিত্র ভূমিতে বেঁচে থাকার কোনও অধিকার নেই।

প্রতিদান হিসেবে এমন মানুষদের মৃত্যুই পাওয়া উচিত বলে মনে করেন অশোক। সংগঠনেরই আরেক সদস্য অভিষেক আগরওয়ালের মতে, কমল হাসানের মতো মানুষের সিনেমা দেখাই উচিত নয়।

সংগঠনের সমস্ত সদস্যদের কাছে তিনি অভিনেতাকে বয়কট করার আরজি জানিয়েছেন। দেশের সমস্ত সচেতন বাসিন্দারও তাই করা দরকার বলে মনে করেন অভিষেক। তবে এই সমালোচনাতে অভিনেতার মতের কোনও পরিবর্তন হবে না বলেই অভিমত বিশেষজ্ঞদের। এই নিয়ে দক্ষিণী সুপারস্টারের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে