বিনোদন ডেস্ক: শনিবার (৪ নভেম্বর) অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ‘বাংলাদেশ নাইট ২০১৭’। সেখানে অংশ নিতে শুক্রবার (৩ নভেম্বর) বিকালে সিডনির উদ্দেশ্যে যাত্রার আগে নিজের ফেসবুকে ১০টি ছবিসহ ভক্তদের জন্য বার্তা দেন চিত্রনায়ক অনন্ত জলিল।
চলচ্চিত্র ছেড়ে ইসলামের পথে নতুন ভাবে জীবন শুরু করা অনন্ত আবার কেন হঠাৎ কোন অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন, সেখানে গিয়ে তিনি আসলে কী করবেন, এসব বিষয়ে ভক্তদের মনে নানা রকম প্রশ্ন ছিল। কয়েকদিন আগে ফেসবুকের মাধ্যমে সেসব প্রশ্নের উত্তরও দেন অনন্ত।
ফেসবুকে তিনি জানান, ‘বন্ধুগন আপনাদের নিকট আমি ক্ষমা প্রার্থী, কারণ সঠিক সময়ে আপনাদের কনফিউশন আমি দূর করতে পারিনি। তবে আজ আপনাদের সেই কনফিউশন তা দূর করার চেষ্ঠা করছি। “বাংলাদেশ নাইট ২০১৭” অনুষ্ঠানটি আসলে একটি চ্যারিটি অনুষ্ঠান। এই ইভেন্ট হতে আয় হওয়া অর্থ দাতব্য প্রতিষ্ঠানে তুলে দেয়া হবে। আর এই ভালো উদ্দেশ্যে নিয়ে প্রোগ্রামটি আয়োজন করার কারণেই আমি এতে অংশ নিচ্ছি। আর প্রোগ্রামে আমার পারফর্মেন্সটিও আপনাদের পছন্দ হবে। কারণ আমি আপনাদের আকাঙ্খার বাইরে কাজ করবো না, ইনশাআল্লাহ্’।
শুক্রবারের পোস্টে জানালেন ইতিহাস গড়তে সিডনির পথে যাচ্ছেন অনন্ত। তবে মঞ্চে ঠিক কী করবেন তা পরিষ্কার করে জানাননি একবারও।
উল্লেখ্য, ‘বাংলাদেশ নাইট ২০১৭’ তে অনন্ত জলিলের সাথে থাকবেন ডিজে রাহাত এবং মুনমুন। গানের তালে মঞ্চ মাতাবে জেমস ও অর্থহীন ব্যান্ড।
এমটিনিউজ২৪ডটকম/ আ শি/ এএস