বিনোদন ডেস্ক: অভিনেত্রী স্নেহা ওয়াঘের অনস্ক্রিন জীবন যতটা আলোকময়, কিন্তু একেবারেই উল্টো তাঁর ব্যক্তিগত জীবন। ব্যক্তিগত জীবনের রোলারকোস্টারে জর্জরিত অভিনেত্রী স্নেহা ওয়াঘের জীবন।
প্রথম বিয়ে ভেঙে যায় গৃহ হিংসার কারণে। প্রথম বিয়ের সমস্যা থেকে বেরিয়ে আসতে দ্বিতীয়বার বিয়ে করেন অভিনেত্রী। কিন্তু ব্যবসায়ী অনুরাগ সোলাঙ্কির সঙ্গে তাঁর বিয়েও সমস্যার মধ্যে। দুজনেই ডিভোর্সের জন্য আবেদন করেছেন। এবং তাঁরা আলাদা থাকতে শুরু করেছেন। জীবনের রোলারকোস্টারে জর্জরিত অভিনেত্রী পুরুষ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন।
স্নেহা বলেন, ‘আমি কখনোই বলব না যে ও খারাপ। কিন্তু এটা অবশ্যই বলব যে ও আমার জন্য সঠিক পছন্দ ছিল না। এমনও হতে পারে, আমি শক্তিশালী মস্তিষ্কের মেয়ে।
আমার প্রথম বিয়ে ভেঙে যায় সাংসারিক হিংসার কারণে। দুবার বিয়ে ভেঙে যাওয়ার পর এখন এটাই মনে হচ্ছে যে, পুরুষরা কখনোই শক্তিশালী নারীকে পছন্দ করে না। তাই আমি আর বিয়ে করব না। ’
অভিনেত্রী আরো বলেন, ‘আমার বোন, আমার পরিবারই এখন আমার শক্তির পিলার। এমন পরিস্থিতিতে ওদেরকে খুব মিস করছি। এখন কেরিয়ারই আমার একমাত্র লক্ষ্য।
এমটিনিউজ২৪ডটকম/ আ শি/ এএস