রবিবার, ০৫ নভেম্বর, ২০১৭, ০২:৩৫:২৮

ছোট বেলা থেকেই শখ ছিল বিয়ে করব: মডেল অভিনেত্রী শবনম ফারিয়া

ছোট বেলা থেকেই শখ ছিল বিয়ে করব: মডেল অভিনেত্রী শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক: দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরেই হুট করে বিয়ের পিঁড়িতে বসেন পেসার তাসকিন আহমেদ।

গত মঙ্গলবার গাঁটছড়া বেঁধেছেন তাঁর দীর্ঘদিনের প্রেমিকা সৈয়দা রাবেয়া নাঈমার সঙ্গে। তরুণ এই পেসারের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। আর এবার এই নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলেন শবনম ফারিয়া।

এতে স্বাভাবিকভাবেই অসংখ্য তরুণীর হৃদয় ভেঙে গেছে; যারা সুদর্শন তাসকিনকে পছন্দ করতেন। এমন কয়েকজন মিলে সোশ্যাল সাইটে ইভেন্ট পর্যন্ত খুলেছেন ‘তাসকিনের বিয়ে মানি না’ শিরোনামে! এসবই নিছক মজা হতে পারে, কিন্তু এক শ্রেণির মানসিকভাবে বিকৃত মানুষ আছে যারা যথারীতি তাসকিন দম্পতিকে নিয়ে নোংরামিতে মেতেছে! কেউ সমালোচনা করছেন, আবার কেউ তাসকিনের স্ত্রীকে কটু মন্তব্য করতেও ছাড়েননি।

এদিকে বিষয়টি নিয়ে তাসকিন মন্তব্য না করলেও এবার তাসকিনের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী শবনম ফারিয়া। এমটিনিউজ২৪.কম পাঠকদের জন্য শবনম ফারিয়ার সেই স্ট্যাটাসটি ছবিসহ তুলে ধরা হলঃ

শবনম ফারিয়া বলেন, “ছোট বেলা থেকেই শখ ছিল বড় হয়ে বিয়ে করব, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি বিয়ে তো জীবনে বিভিষিকা হয়ে দাঁড়িয়েছে। বিবাহ করব আমি, ছেলে পছন্দ করবে পরিবার কিন্তু ফেসবুকে বইবে ঝড়।”

তিনি সবার উদ্দেশ্যে প্রশ্ন তুলে বলেন, “মানুষ কেনো সেলিব্রেটিদের জনগণের সম্পত্তি মনে করে। প্রথমে শাকিবের স্ত্রীকে নিয়ে সমস্যা, এরপর মুশফিকের স্ত্রী। আর এখন সবার সমস্যা তাসকিনের স্ত্রীকে নিয়ে। এমনকি মানুষের সমস্যা সুমাইয়া শিমুর স্বামীকে নিয়ে। কেনো এত সমস্যা?”

“আমরা সেলিব্রেটিরাও মানুষ, আমাদের মনুষ্যত্ববোধ আছে। আমাদের নিজস্ব একটা পছন্দ আছে। আমাদেরও সবার মত পরিবার এবং বন্ধু আছে। আপনার এতো কথা কেন বলা লাগবে?”
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে